আর মাত্র এক দিন পরই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দল গুলো। আর প্রস্তুতির অংশ হিসাবে প্রতিদিন নিজেদের ভিতর ভাগ হয়ে ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স।
আর কলকাতার জার্সিতে এবারের আসরে মাঠ মাতাবেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার প্রথম দুই প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ হলেও আজ তৃতীয় ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান।
সাকিবের বোলিং তোপে মাত্র ১১৩ রান করে অল আউট হয় টিম পার্পল। ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। সাকিব ২৪ বলের মধ্যে ডটই দিয়েছেন ১৯ বল। এছাড়া ব্যাট হাতে ১০ বলে ১৭ রান আসে সাকিবের ব্যাট থেকে।
বোলিংয়ের শুরুটা সাকিবের সাদামাটা ছিল। প্রথম ওভারে হজম করেন ছয় রান। এরপরের ওভারে এক রান দিয়ে পান এক উইকেট। পরের ওভারে আবারো দেন মাত্র এক উইকেট। নিজের করা শেষ ওভারটি সাকিবের ছিল উইকেট মেইডেন।
এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। দুই বারই শিরোপা জেতাতে ব্যাটে বরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেটারদের ভিতর সাকিবই আইপিএলে সবচেয়ে বেশি ‘অভিজ্ঞ’। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১২৬.৬৬ স্টাইকরেটে ৭৪৬ রান করেছেন সাকিব। আইপিএলে বল হাতেও সফল ছিলেন তিনি। বল হাতে ৬৩ ম্যাচে সাকিব শিকার করেছেন ৫৯ উইকেট।
বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ম্যাচ দিয়ে আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে। দেড় মাসের লড়াই শেষে ৩০ মে বিশ্বের বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের।
আইপিএলের আগের আসর গুলোতে নিজেদের মাঠে দল গুলো খেলার সুযোগ পেলেও এবারের আসরে সব গুলো ম্যাচই খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। কোন দলই তাদের হোম ভেন্যুতে খেলার সুযোগ পাবে না।
এবারের আসরের ৬০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ টি ভেন্যু আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা এবং মুম্বাইয়ে। গ্রুপ পর্বের ৫৬ টি ম্যাচের ভিতর চেন্নাই, মুম্বাই, কোলকাতা ও ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ১০ টি করে ম্যাচ এবং আহমেদাবাদ ও দিল্লিতে অনুষ্ঠিত হবে ৮ টি করে ম্যাচ।
৫১ দিনের এই টুর্নামেন্টে ১১ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ৪ টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ৮ টি দলের ভিতর ছয়টি দল রাতে তিনটি করে ম্যাচ খেলবে এবং বাকি ২ টি দল রাতে দুটি টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।