মুম্বাই থেকে মিরপুরে সাকিব, কোচ ফাহিমের সাথে অনুশীলন

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতে। তবে গন্তব্য পাল্টে গিয়েছে দলের অধিনায়ক সাকিবের। হঠাৎ দেশে ফিরেছেন টাইগার অধিনায়ক। উদ্দেশ্য, শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নেওয়া।

টুর্নামেন্টের মাঝপথে সাকিবের দেশে ফেরার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এবারের এশিয়া কাপ চলাকালীনই ব্যক্তিগত কাজে দেশে ফিরেছিলেন এ অলরাউন্ডার। তবে এবার ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কোনো কারণে নয়। সাকিব দেশে এসেছেন মাঠের ক্রিকেটে নিজেকে ফেরানোর উদ্দেশ্যেই। বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব। 

৪ ম্যাচে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। ছন্দহীন সাকিব তাই নিজের চেনা ছন্দে ফিরে আসতে শরণাপন্ন হয়েছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের। 

সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছুটে গিয়েছেন তিনি। স্টেডিয়ামের ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার এই অলরাউন্ডার। নিজের ছোটবেলার কোচের সাথে এদিন ঘন্টা তিনেক অনুশীলন করেছেন সাকিব। 

বিকেএসপিতে থাকাকালীন নাজমুল আবেদীন ফাহিমের সান্নিধ্যেই বেড়ে উঠেছিলেন সাকিব। গুরু-শিষ্যের সেই সম্পর্ক এখনো অক্ষত রয়েছে। সবশেষ বিপিএলেও সাকিবের দলের কোচ ছিলেন নাজমুল আবেদীন। এ ছাড়া অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় ফাহিমকে পাশে পেয়েছেন সাকিব। 

সাকিব এর আগেও বিশেষ ভাবে কাজ করেছেন কোচ ফাহিমের সাথে। তাঁর সাথে কাজ করতে দেখা গেছে আরেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এবারও গুঞ্জন উঠেছিল সালাউদ্দিনের সাথেই অনুশীলন করছেন সাকিব। তবে, এবার সালাউদ্দিন মিরপুরে নেই। তিনি মাস্কো-সাকিব অ্যাকাডেমিতে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘সাকিব এসেছে কিনা এটা জানা নেউ। এটা নিয়ে কথা হয়নি। আমি এতক্ষণ মাস্কোতে(সাকিবের ক্রিকেট একাডেমি) ছিলাম। তো এখানে থাকলে মিরপুরে কাজ করবো কী করে?’

২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সাকিব দলের সাথে যোগ দিবেন আগামী ২৭ অক্টোবর। মাঝের সময়টা সাকিব মিরপুরেই অনুশীলন করবেন বলে জানা গিয়েছে। এই পুরোটা সময় জুড়েই সাকিবকে সঙ্গ দেবেন অভিজ্ঞ কোচ ফাহিম। বর্ষিয়ান কোচ ফাহিমের টোটকায় সাকিব বদলে যেতে পারেন কি না এখন সেটাই দেখার বিষয়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link