বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব

তিন ফরম্যাটেই তিনি অধিনায়কত্ব করবেন কি না, এ বিষয়ে তিনি দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনায় বসবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়কের পথেও হাঁটতে পারে বাংলাদেশ।

অবশেষে জল্পনা কল্পনার অবসান হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের নাম। তিনি হলেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল।

তিন ফরম্যাটেই তিনি অধিনায়কত্ব করবেন কি না, এ বিষয়ে তিনি দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনায় বসবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়কের পথেও হাঁটতে পারে বাংলাদেশ।

ওয়ানডেতে সাকিব বাংলাদেশের ইতিহাসেরই সেরা অধিনায়কদের একজন। ৫০ টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। এরপর মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। অধিনায়ক হিসেবে সাকিবের অভিজ্ঞতা নিয়ে তাই কোনো সন্দেহ নেই।

এই ৫০ টি ম্যাচের মধ্যে দল জিতেছে ২৩ টি ম্যাচে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল দুজন – মাশরাফি বিন মুর্জতাও হাবিবুল বাশার সুমন। তাঁরা জিতেছেন যথাক্রমে ৫০ ও ২৯ টি ম্যাচ।

২০১১ সালের বিশ্বকাপে অধিনায়কত্ব করেন। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার পাশে সহ-অধিনায়ক ছিলেন। ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এরমধ্যে তিনটি জয় ও চারটিতে হেরেছে বাংলাদেশ।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের সেরা পারফর্মার তিনি। ২০১৯ সালের বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়েন সাকিব। চার বছর পর সেই সাকিবের কাঁধেই বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্ব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...