তিনে নয়, সাকিব চার-পাঁচেই খেলবে!

২০১৯ বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করেই সফল হয়েছিলেন সাকিব। কিন্তু এর পর থেকেই কোনো এক অজানা কারণে তিনে নিজের জায়গাটা থিতু করতে পারেননি তিনি। দলের চাওয়ায় তিন থেকে নেমে কখনো চারে, আবার কখনো বা পাঁচে ব্যাট করেছেন সাকিব। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাট করায় কি তবে এবার সাকিবের ব্যাটিং অর্ডারে প্রমোশন মিলবে?

মিরপুরেই মিলেছিল সিরিজ জয়/পরাজয়ের ফল। তাই বাংলাদেশ আর ইংল্যান্ড- দুই দল সাগরিকায় এসেছিল দুই লক্ষ্য নিয়ে। ইংল্যান্ডের জন্য যেটি ছিল নিছকই নিয়ম রক্ষার ম্যাচ, ঠিক সেটিই আবার বাংলাদেশের জন্য ছিল মান বাঁচানোর লড়াই। শেষ ৯ বছরে ঘরের মাটিতে যে বাংলাদেশে একটি ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশ হয়নি। অবশেষে মান রক্ষা হয়েছে। সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ।

তবে বাংলাদেশকে এ ম্যাচ জয়ের পথে বলতে গেলে একাই ফিরিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে তাই ম্যাচজয়ের শেষ হাসিটাও হেসেছে বাংলাদেশই। তারপরও টপঅর্ডারে উন্নতির জায়গা দেখছেন সাকিব। ম্যাচশেষে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে এ নিয়ে তিনি বলেন, ‘আমরা টপঅর্ডার থেকে যে কোনো ব্যাটারের সেঞ্চুরি আশা করি, শুধু ফিফটি নয়। এই জায়গাটায় আমাদের আরো উন্নতি করতে হবে’।

আজকের ম্যাচে ৫০ রানে জয় আসলেও নির্ধারিত ৫০ ওভারের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ৭ বল আগেই অলআউট হয়ে ২৪৬ রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। সাকিব অবশ্য ম্যাচজয়ের পরও মনে করছেন, বাংলাদেশ আরো ২০/৩০ রান কম করেছে। এ নিয়ে সাকিব বলেন, ‘শেষ ৫/৭ বছরে আমরা ঘরের মাটিতে বেশ ভাল খেলছি। দুর্ভাগ্যজনকভাবে এই সিরিজটা আমরা হেরেছি। তারপরও আমি মনে করি এই সিরিজ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমরা আজকের ম্যাচে ২০/৩০ রান কম করেছি। তবে এমন পরিস্থিতিতেও বোলাররা দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতে পেরেছে। এটা ভাল একটা ব্যাপার।’

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। তবে সিরিজের প্রথম ম্যাচের আক্ষেপে এখনও পুড়ছেন তিনি। কোনো রকম রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘এই ম্যাচটা আমরা প্রবলভাবে জিততে চেয়েছি। আমরা প্রথম ম্যাচেও ভাল অবস্থায় ছিলাম। কিন্তু ধরে রাখতে পারিনি শেষ পর্যন্ত। এর পুরো ক্রেডিট ইংল্যান্ডের। আজকের ম্যাচে আমাদের ২৬০/২৭০ করা উচিৎ ছিল। তবে আজকে বোলাররা দারুণ বল করেছে। আমরা ওয়ানডেতে ভাল দল। তবে এখনও অনেক উন্নতির জায়গা আছে।’

২০১৯ বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করেই সফল হয়েছিলেন সাকিব। কিন্তু এর পর থেকেই কোনো এক অজানা কারণে তিনে নিজের জায়গাটা থিতু করতে পারেননি তিনি। দলের চাওয়ায় তিন থেকে নেমে কখনো চারে, আবার কখনো বা পাঁচে ব্যাট করেছেন সাকিব। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাট করায় কি তবে এবার সাকিবের ব্যাটিং অর্ডারে প্রমোশন মিলবে?

অধিনায়ক তামিম অবশ্য সংবাদ সম্মেলনে এসে সেই সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন। সাকিবকে বিশ্বকাপের জন্য চার/পাঁচ নম্বরেই চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে স্পষ্ট ভাষায় তামিম জানান , ‘তিনে নয়, সাকিব এখন থেকে চার/পাঁচ নম্বরেই খেলবে। এটাই আপাতত চূড়ান্ত।’

 

দিন দুয়েক বাদেই আবারো ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, বেশ কদিন হলো। তবে ওয়ানডে কাপ্তান দলকে আসন্ন সিরিজের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি। ম্যাচশেষে বলেন, ‘টি-টোয়েন্টি দল দারুণ সব খেলোয়াড় আছে। আশা করছি ভাল একটা সিরিজ হবে। ওদের জন্য শুভকামনা।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...