নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব

সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মৌখিকভাবে ছুটি চেয়ে রেখেছেন। তবে, সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনো চিঠি পাননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

আবারও একটি টেস্ট সিরিজ মিস করতে চলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট খেললেও সাকিব আল হাসানকে দেখা যাবে না আসছে জানুয়ারির নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে।

সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মৌখিকভাবে ছুটি চেয়ে রেখেছেন। তবে, সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনো চিঠি পাননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

দু’টি টেস্ট খেলতে আসছে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে টাউরাঙ্গার বে ওভালে। পরেরটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু নয় জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ।

এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। চোটের কারণে সেই দলে ছিলেন না সাকিব। এরপর মাঠে ফিরেন সোজা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে।

তারই মাঝখানে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলতে গেলেও ছুটি নিয়ে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব। টেস্ট খেলার চেয়ে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আইপিএল খেলাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।

যদিও, বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়। সুপার টুয়েলভের টিকেট বাংলাদেশ কোনোক্রমে পেলেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচই হারে মাহমুউল্লাহ রিয়াদের দল। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দু’টি ম্যাচ খেলা হয়নি আগের ছয়টি ম্যাচে ১১ উইকেট পাওয়া সাকিবের।

নিউজিল্যান্ড সিরিজের আগেই অবশ্য পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। দেশের মাটিতে অনুষ্ঠিত হবে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর।

তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর, মিরপুরে। এই সিরিজেও টেস্ট বা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই ইনজুরির কারণে খেলা হবে না সাকিবের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...