‘সুশান্তের সাথে কথা বলার সুযোগ হাতছাড়া করেছি’

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক করেছেন বলে সুশান্ত সিং রাজপুত ক্রিকেট বিশ্বের কাছেও পরিচিত একটা নাম। সপ্তাহ দুয়েক হল তিনি আত্মহত্যা করেছেন নিজের বাসায়। সেই শোকের রেশ এখনো কাটেনি।

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক করেছেন বলে সুশান্ত সিং রাজপুত ক্রিকেট বিশ্বের কাছেও পরিচিত একটা নাম। সপ্তাহ দুয়েক হল তিনি আত্মহত্যা করেছেন নিজের বাসায়। সেই শোকের রেশ এখনো কাটেনি।

যাই হোক না কেন, সুশান্তের মৃত্যুর পর তার ভক্ত, বন্ধু ও শুভাঙ্খীদের আক্ষেপ ঝড়ছেই। সেই তালিকায় এবার যোগ দিলেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আকতার।

নিজের ইউটিউব চ্যানেলে সুশান্তকে নিয়ে শোয়েব বলেন, ‘২০১৬ সালে মুম্বাইয়ের অলিভ হোটেলে তাকে প্রথম দেখি। সে আমার পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যায়। তখন আমার বন্ধু আমাকে বললো, এই ছেলেটা (সুশান্ত) ধোনির সিনেমায় কাজ করছে। সে সাধারণ এক পরিবার থেকে উঠে এসেছে। এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে সিনেমায় দারুন কাজ করেছিল সে। ফলে সিনেমাটি বেশ ব্যবসা-সফল হয়।’

আমার এখন কষ্ট লাগে কেন সেদিন হোটেলে তার সাথে দাঁড়িয়ে কথা বললাম না। হয়তো তার সাথে মজার গল্প হতো। নিজের অভিজ্ঞতা তার সাথে ভাগাভাগি করতে পারতাম। হয়তো আমার কথা শুনে সুশান্ত জীবনের তাৎপর্য খুঁজে পেত। আমরা এখন আফসোস হচ্ছে। আমি তার কথা বলার সুযোগটা হাতছাড়া করেছি।’

ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন সুশান্ত। এছাড়াও ‘কাই পো চে’, ‘ছিচোড়ে’র মত ছবি করেছেন।

আত্মহত্যা কোনো জীবনের কোন সুরাহা হয় না বলে জানান শোয়েব। তিনি বলেন, ‘ব্যর্থতা জীবনেরই অংশ। সকলের জীবনেই ব্যর্থতা আছে। সমস্যা হলে সবার সাথে আলোচনা করা উচিত। ভারতের অভিনেত্রী দীপিকা পাডুকনেরও মানসিক সমস্যা হয়েছিল, পরে সে তাঁর সমস্যার কথা শেয়ার করেছিলো। আমার মনে হয় সুশান্তেরও ওমন করা উচিত ছিল।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...