‘এতো কাছে থেকে টেস্ট খেলা আগে কখনো দেখিনি’

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাপট দেখালেও বল হাতে আলো ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ভালো বল করেছেন এবাদত হোসেনও। এই দুই জনকে লম্বা স্পেলে বল করতে দেখে ভালো লেগেছে পেসার শরিফুল ইসলামের। অগ্রজদের এমন বোলিং দেখে অনুপ্রাণিতও হয়েছেন এই তরুণ পেসার।

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাপট দেখালেও বল হাতে আলো ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ভালো বল করেছেন এবাদত হোসেনও। এই দুই জনকে লম্বা স্পেলে বল করতে দেখে ভালো লেগেছে পেসার শরিফুল ইসলামের। অগ্রজদের এমন বোলিং দেখে অনুপ্রাণিতও হয়েছেন এই তরুণ পেসার।

এই গরমেও চেষ্টার কমতি না রেখে গতির সাথে বাউন্স এবং আগ্রাসন মিলিয়ে পুরো ইনিংসেই দুর্দান্ত বল করেছেন তাসকিন আহমেদ। ৩০ ওভার বল করে ১১২ রান দিয়ে এই পেসার শিকার করেছেন ৩ উইকেট। এছাড়া এবাদত হোসেনও ২১ ওভার বল করে পেয়েছেন একটি উইকেট। শরিফুল জানিয়েছেন তিনি সুযোগ পেলেও চেষ্টা করবেন শতভাগ দেওয়ার।

তিনি বলেন, ‘অবশ্যই তাসকিন ভাই লম্বা স্পেল করছে, অনেক ওভার করছে। তাসকিন ভাই, এবাদত ভাই, রাহী ভাই অনেক জোরে বল করছে। এটা দেখে আসলে নিজের অনেক ভালো লাগছে। এতো গরমে প্রথম থেকে শেষ পর্যন্ত এতো পেস দিয়ে জোরে বল করা। টেস্ট খেলাটা এমনই যে নিজের শতভাগ দিতে হয়, তারা চেষ্টা করেছে শতভাগ দেওয়ার। তো যদি কখনো আমিও সুযোগ পাই আমিও শতভাগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।’

এর আগে সীমিত ওভারের ক্রিকেট খেললেও এই বারই প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। দ্বাদশ ব্যাক্তি হিসাবে মাঠে পানি নিয়ে যাওয়া, মাঠের ক্রিকেটারদের কাছে কোন বার্তা পাঠানো, সবই করেছেন শরিফুল ইসলাম। শরিফুল জানিয়েছেন এখান থেকেও অনেক কিছু শিখেছেন তিনি।

শরিফুল বলেন, ‘এতো কাছে থেকে টেস্ট খেলা আগে কখনো দেখিনি। আমার জন্য খুব এক্সসাইটেড ছিলো। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে মুভমেন্ট চেঞ্জ হয়। প্রতি সময় ম্যাসেজ পাঠানো হয়। মনে হয় নাই যে আমি ম্যাচের বাহিরে আছি। মনে হয়েছে ম্যাচ খেলতেছি। সব সময় যাওয়া আসার ভিতরে। ইনফরমেশনের ভিতরে ছিলাম আর কি।’

এই পেসার আরো বলেন, ‘আসলে টেস্ট খেলাটা কঠিন। যে আবহাওয়াতে খেলা হচ্ছিল একটু পর পর পেস বোলারদের পানি খাওয়ানে, তাদের সাথে কথা বলা, তাদের কাছে কিছু জানা, সব মিলে মনে হইছে মজার আছে, সেরকম কস্টও আছে। এটা আসলে খেলার অংশ। আমাদের হাতে নেই। এটা জয় করেই আমাদের ভালো কিছু করতে হবে।’

প্রথম টেস্ট শেষে এক দিন বিরতির পর আজ আবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনে পেস বোলিং কোচ ওটিসনের সাথে গ্রিপ ও সুইং নিয়ে কাজ করছেন শরিফুল ইসলাম। এই পেসার জানিয়েছেন সুযোগ পেলে এই গুলো ম্যাচেও করার চেষ্টা করবেন তিনি।

শরিফুল বলেন, ‘অনেক ভালো অনুশীলন করতেছি এখন। সবাই মিলে জিম করতেছি, রানিং করতেছি, ওটিসন বলের গ্রিপ, সুইং সব কিছু শেখাচ্ছে । যদি কখনো খেলি যে গুলো অনুশীলনে শিখেছি সে গুলো ম্যাচে দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো টিমের জন্যে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...