শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে পাঁচ পেসার

বাংলাদেশের মত শ্রীলঙ্কা দলেও স্পিনারের তুলনায় পেসারদের প্রাধান্যই বেশি। শ্রীলঙ্কার স্কোয়াডে দুই স্পিনারের সাথে জায়গা পেয়েছেন পাঁচ পেসার। বোঝাই যাচ্ছে, পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে পেসারদের জন্য বাড়তি কিছু থাকছে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। ঘরের মাঠে আসন্ন এই টেস্ট সিরিজের জন্য দিমুথ করুণারত্নেকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বাংলাদেশের মত শ্রীলঙ্কা দলেও স্পিনারের তুলনায় পেসারদের প্রাধান্যই বেশি। শ্রীলঙ্কার স্কোয়াডে দুই স্পিনারের সাথে জায়গা পেয়েছেন পাঁচ পেসার। বোঝাই যাচ্ছে, পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে পেসারদের জন্য বাড়তি কিছু থাকছে।

করোনায় আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা লাহিরু কুমারার সাথে দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ছিলেন না এই অলরাউন্ডার। আর প্রথম বারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রবীন জয়াবিক্রমা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া পাথুম নিশাঙ্কা জায়গা ধরে রেখেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ বল করা দুশমন্থ চামিরাকে দেখা যাবে না এই সিরিজে। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি।

এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চোট পাওয়া লাসিথ এম্বুলদুনিয়াকে রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা ওশাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রমেশ মেন্ডিস দলে জায়গা ধরে রেখেছেন।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে গত বছরের অক্টোবরে টেস্ট দুটি খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের মতের মিল না হওয়াতে স্থগিত হয়ে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি।

বাংলাদেশের চাওয়া ছিলো সফরের আগে ঢাকায় ৭ দিন ও শ্রীলঙ্কায় গিয়ে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে ক্রিকেটাররা। আর শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছিলো শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। তবে এবার তিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বাংলাদেশকে।

  • বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু কুমারা এবং আশিথা ফার্নান্দো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...