শ্রীরামের বাংলাদেশ অধ্যায় সমাপ্ত

চান্দিকা হাতুরুসিংহের পাশাপাশি শ্রীধরণ শ্রীরামকে বাংলাদেশের কোচিং লাইন আপে যুক্ত করার চেষ্টা কম করেনি বিসিবি। হাতুরুসিংহের সহকারি কোচ হিসেবেই ফেরার কথাবার্তা চলছিল তাঁর সাথে। কিন্তু সত্যটা হল ফিরছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কনসালট্যান্ট কাম প্রধান কোচের দায়িত্ব পালন করা এই ভারতীয়। 

চান্দিকা হাতুরুসিংহের পাশাপাশি শ্রীধরণ শ্রীরামকে বাংলাদেশের কোচিং লাইন আপে যুক্ত করার চেষ্টা কম করেনি বিসিবি। হাতুরুসিংহের সহকারি কোচ হিসেবেই ফেরার কথাবার্তা চলছিল তাঁর সাথে। কিন্তু সত্যটা হল – ফিরছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কনসালট্যান্ট কাম প্রধান কোচের দায়িত্ব পালন করা এই ভারতীয়। 

রাসেল ডোমিংগো থাকাকালীন সময়েই শ্রীরামের হাতে তুলে দেয়া হয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব। আরব আমিরাতের সেই এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপপর্ব থেকেই বিদায় নিলেও উন্নতিটা ছিল দৃশ্যমান।

ফলশ্রুতিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেন শ্রীরাম। তাছাড়া বিভিন্ন সময়ে ক্রিকেটাররাও জানিয়েছেন শ্রীরামের কোচিং দর্শনে তাঁদের মুগ্ধতার কথা।  

শ্রীরামের অধীনে খেলা ১৩ টি-টোয়েন্টির মাঝে চারটিতে জিতেছে লাল সবুজের দল। অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মত মূলপর্বে জয়ের দেখা পায় টাইগাররা। নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাশাপাশি চোখে চোখ রেখে লড়াই করেছে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়েই শ্রীরাম বাংলাদেশে এসেছিলেন তাঁর ভবিষ্যৎ নিয়ে বিসিবি কর্তাদের সাথে আলাপ সেরে নিতে। কিন্তু বিসিবি ফরম্যাটভিত্তিক কোচ নিয়োগের দর্শনে না গিয়ে প্রথাগত এক কোচ নীতিতেই এগোতে চেয়েছে। আর সেই দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে। 

ক্রিকেট মহলে একটা গুঞ্জন ছিল যে, হাতুরুর সহকারি কোচ হিসেবে বাংলাদেশের কোচিং স্টাফে দেখা যাবে শ্রীরামকে। কিন্তু বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন শ্রীরাম ফিরছেন না। তাঁর ভাষ্যমতে, ‘শ্রীরামের বাংলাদেশে ফেরার সম্ভাবনা খুবই কম কারণ তাঁর হাতে ফাঁকা সময় নেই। তাছাড়া বিসিবির শর্তেও সে রাজি নয়।’

বিসিবি তাই এ মূহুর্তে একজন সহকারি কোচের খোঁজে আছে। তবে জালাল ইউনুস জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সহকারি কোচ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি জানান, ‘সহকারী কোচ হিসেবে এমন কাউকে নেয়া হবে যিনি মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। তবে ইংল্যান্ড সিরিজের আগে তেমন কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই বাংলাদেশ উড়াল দেবে আইরিশ মুলুকে। সেখানে আইরিশদের বিপক্ষে আইসিসি ওডিয়াই লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওডিআই সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের।

কিন্তু, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ভেন্যূ ঠিক করতে না পারায় নির্ধারিত সময়ে তিন ম্যাচের টি -টোয়েন্টি নির্ধারিত সময়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আইসিসি ওয়ানডে লিগের অংশ হিসেবে থাকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো ইংল্যান্ডের চেমসফোর্ডে পূর্বের সূচিতেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ডে হয়তো টি টোয়েন্টি সিরিজটা হবে না যেহেতু তাঁরা ভেন্যূ ঠিক করতে পারেনি। তবে ওয়ানডে সিরিজটা চেমসফোর্ডে হবে।’ 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...