ভরাডুবির পরও সমর্থকদের পাশে চান রিয়াদ

সুপার টুয়েলভে সব ম্যাচেই বাজে পারফরম্যান্সে হারের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশ অধিনায়ক জানালেন হতাশার কথা। ব্যাটারদের জন্য সহায়ক উইকেট হলেও অজি বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং শিবির। জানালেন দেশে ফিরে সমস্যা খুজে সেসব সমাধানের। একই সাথে সমর্থকদের সাথে থাকার আহবানও জানান রিয়াদ।

শেষ ম্যাচেও বাংলাদেশের পারফরম্যান্সে দেখা গেলো না উন্নতির ছিটেফোঁটাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে অলআউট হবার পর আট উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে পয়েন্টস টেবিলে দক্ষিণ আফ্রিকাকে টপকে দুইয়ে আছে অজিরা। সেমির দৌড়েও এখন অনেকটাই এগিয়ে অ্যারন ফিঞ্চের দল।

জয়ের পর অজি অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘সত্যি অসাধারণ পারফরম্যান্স। মিশেল স্টার্ক শুরু করেছে এবং হ্যাজেলউড সেটাই ফলো করেছে। আমরা ভেবেছিলাম যে সুযোগ পেলে চেষ্টা করবো বড় ব্যবধানে জয়ের, তবে এমন পরিকল্পনা অবশ্যই আপনি করতে পারবেন না। আমরা অর্ধেক সময় পরই বুঝতে পেরেছিলান যে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবো। যখন আপনার এমন সুযোগ আসবে, অবশ্যই গ্রহণ করা উচিত। প্রথম ওভারে স্টার্কের কাছ থেকে আমরা বেশ স্যুইং দেখেছি। জাম্পার ১৯ রানে ৫ উইকেট সত্যি দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ইংল্যান্ডকে সাপোর্ট করবে! তবে আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলতে হবে। আমাদের প্রস্তুতির জন্য কয়েকদিন সময় আছে।’

অপরদিকে, সুপার টুয়েলভে সব ম্যাচেই বাজে পারফরম্যান্সে হারের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশ অধিনায়ক জানালেন হতাশার কথা। ব্যাটারদের জন্য সহায়ক উইকেট হলেও অজি বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং শিবির। জানালেন দেশে ফিরে সমস্যা খুজে সেসব সমাধানের। একই সাথে সমর্থকদের সাথে থাকার আহবানও জানান রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেন, ‘যখন আপনি এমন পারফরম্যান্স করবেন, তখন বলার মতো আসলে কিছু থাকে না। আমাদের অনেক জায়গাতেই উন্নতি করতে হবে, বিশেষভাবে আমাদের ব্যাটিং। আমরা যেই উইকেটে খেলেছি এটা ব্যাটারদের জন্য অন্যতম সেরা উইকেট। আমরা বাংলাদেশে ফেরার পর বের করতে হবে কোন জিনিসটা আমরা ভুল করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্যই আপনাকে পাওয়ারপ্লেতে ভালো খেলতে হবে। বিশেষকরে যখন আমাদের পাওয়ার হিটার নেই। আপনাকে সে অনুযায়ী এগোতে হবে, কিন্তু আমাদের সেটা হয়নি।’

বিশ্বকাপের আগের পারফরম্যান্স টেনে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে কিছু ম্যাচে জিতেছিলাম। প্রোফেশনাল ক্রিকেটার হিসেবে আপনাকে সব কন্ডিশনেই মানিয়ে নিতে হবে। আমরা সুপার টুয়েলভে দুইটা ম্যাচেই বেশ কাছাকাছি যাই জয়ের। বাকি ম্যাচগুলোতে আমরা প্রতিপক্ষের কাছে পাত্তাই পাইনি। আশা করি সমর্থকরা আমাদের সাপোর্ট করে যাবেন।’

১৯ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। স্টার্ক, হ্যাজেলউডদের পর বাকি কাজটা একাই সেরে ফেলেন এই অজি স্পিনার। লক্ষ্য অনুযায়ী সাফল্য আসায় খুশি জাম্পা।

জাম্পা বলেন, ‘প্রথম ফাইফার সবসময়ই খুব স্পেশাল। অল্প কয়েক ওভারের মধ্যেই এমন অর্জন অবশ্যই খুব ভালো। আমার মনে হয় পেসারদের দুর্দান্ত বোলিংয়েই আমরা ভালো করতে পেরেছি। ম্যাক্সওয়েলও ভালো করেছে। মিডল ওভারের দিকে দলগুলো মারার চেষ্টা করছে যার কারণে আমি এবং আদিল রশিদ সহজেই উইকেট পাচ্ছি। আমার কাজ হচ্ছে মিডলে উইকেট নেওয়া। কখনো পাওয়ারপ্লেতে বল করতে হবে, কখনো আবার শেষে। আজকে শুধু লক্ষ্য ছিলো উইকেট নেওয়া এবং তারা যাই করবে আমরা দ্রুত সেটা চেজ করবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...