যুক্তরাষ্ট্রে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র ক্রিকেটটা খেলা শুরু করেছে খুব বেশিদিন হয়নি। কিন্তু এরই মধ্যেই বিরাট এক আসর আয়োজনের দায়িত্ব পায় তারা। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথ আয়োজক হিসেবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আয়োজনের কথা ছিল যুক্তরাষ্ট্রের। তবে বিভিন্ন সূত্রের খবর, প্রস্তুতি যথা সময়ে সম্পন্ন করতে না পারার অনিশ্চয়তায় এই বিশ্বআসর আয়োজনের সুযোগ হারাতে পারে যুক্তরাষ্ট্র।

সূত্র জানাচ্ছে, অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় ২০২৪ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আসর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে আয়োজিত হতে পারে যুক্তরাজ্যের মাটিতে। ২০২৪ সালের এই বিশ্বআসর আয়োজনের জন্য অবকাঠামো প্রস্তুত করতে যুক্তরাষ্ট্রকে কিছু সময় বেঁধে দিয়েছিলো আইসিসি।

শেষ পর্যন্ত এই আসর আমেরিকা মহাদেশ থেকে সরে গেলে আইসিসি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এই আসর আয়োজনের আহবান জানাতে পারে। ইংল্যান্ডের সাথে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও যৌথ আয়োজক হিসেবে থাকতে পারে। এই তিনটি দেশেরই ২০৩০ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আয়োজনের কথা।

সূত্রের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থার জন্য আইসিসি খুব বেশি নিশ্চিত হতে পারছে না যথা সময়ে তারা টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত হতে পারবে কিনা। সেক্ষত্রে ২০৩০ ও ২০২৪ আসরের আয়োজক অদল-বদল করতে পারে আইসিসি। তেমনটা হলে ২০৩০ সালের আসর আয়োজনের দায়িত্ব পাবে ক্যারিবিয়ান দ্বিপ পুঞ্জ ও যুক্তরাষ্ট্র।

এদিকে ২০২৪ সাল থেকে নতুন ফরমেটে আয়োজিত হবার কথা টি-টোয়েন্টির বিশ্ব আসর। ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব আয়োজিত হবে ২০টি দল নিয়ে। চারটি গ্রুপে বিভক্ত থাকবে এই ২০ দল। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে।

সুপার এইটের আট দল আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেমিফাইনালে ওঠার জন্য। সুপার এইটের দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনাল বা নক আউটে।

র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৪ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য ১২ দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে আছে। বাকি আট দল ঠিক হবে আঞ্চলিক ভাবে বাছাইপর্বের মাধ্যমে। আট দলের মধ্যে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দুটি করে এবং আমেরিকা ও পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দল খেলবে বিশ্বআসরের মূলপর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link