র‍্যাংকিং সেরাদের টি-টোয়েন্টি দল

এত এত নামী-দামী ক্রিকেটারদের মধ্যে কাকেই বা বাদ দেয়া যায়। আবার সেই একাদশে ভারসাম্য রক্ষা করাটাও এক বিশাল চ্যালেঞ্জ। কতজন ব্যাটসম্যান, কতজন অলরাউন্ডার, কতজন স্পিনার বা পেসার খেলবেন, সেও এক জটিল বিষয়। আবার একজন উইকেটরক্ষকও তো থাকা চাই।

একটা বিশ্ব টি-টোয়েন্টি একাদশ বানানো সবসময়ই কঠিন কাজ।

এত এত নামী-দামী ক্রিকেটারদের মধ্যে কাকেই বা বাদ দেয়া যায়। আবার সেই একাদশে ভারসাম্য রক্ষা করাটাও এক বিশাল চ্যালেঞ্জ। কতজন ব্যাটসম্যান, কতজন অলরাউন্ডার, কতজন স্পিনার বা পেসার খেলবেন, সেও এক জটিল বিষয়। আবার একজন উইকেটরক্ষকও তো থাকা চাই।

এই সবকিছু একসাথে করেই আইসিসি র‍্যাংকিং অনুযায়ী বানানো আজকের টি-টোয়েন্টি একাদশ।

  • অ্যারন ফিঞ্চ (অলটাইম ব্যাটিং র‍্যাংকিং – দ্বিতীয়) – অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অধিনায়ক আইসিসি অলটাইম ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯০০ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। বর্তমানে কিছুটা অফ ফর্মে থাকলেও দুইবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ভেঙেছেন। ২০১৩ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ রান করেন। এছাড়া তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেন তিনি।

  • বাবর আজম (অল ইম ব্যাটিং র‍্যাংকিং – চতুর্থ) – পাকিস্তান

আইসিসি অলটাইম ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজমের পয়েন্ট ৮৯৬। কিছু দিন আগেই ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে বিরাট  কোহলিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের এই অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটেও একই পথে হাঠছেন এই ব্যাটসম্যান। তাঁর ব্যাটিং ধারবাহিকতাই তাঁকে আইসিসির সর্বকালের ব্যাটিং র‍্যাংকিং এর চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে।

  • ডেভিড মালান (অলটাইম ব্যাটিং র‍্যাংকিং – প্রথম) – ইংল্যান্ড

বাবর কিংবা বিরাট কোহলিদের মত এতটা আলোচিত না হলেও তিনিই ৯১৫ পয়েন্ট নিয়ে আছেন সবার উপরে। তিন নম্বর পজিশনে নিয়মিত বড় ইনিংস খেলে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিকও তিনি। ইংল্যান্ডের এই সমৃদ্ধ ব্যাটিং লাইন আপেও যেন তিনিই প্রানভমরা।

  • বিরাট কোহলি (অলটাইম ব্যাটিং র‍্যাংকিং – তৃতীয়) – ভারত)

এই সময়ে বিশ্বক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি অল টাইম ব্যাটিং র‍্যাংকিং এ ৮৯৭ পয়েন্ট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। ভারতের হয়ে এখন তিনি ওপেন করা শুরু করলেও এই একাদশে তিনি আছে চার নম্বরে।

  • লোকেশ রাহুল (অল টাইম ব্যাটিং র‍্যাংকিং – অষ্টম) – ভারত

ভারতের এই ব্যাটসম্যান ৮৫৪ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছেন এই একাদশে। যদিও সাম্প্রতিক সময়ে রান ক্ষরায় ভুগছেন এই ব্যাটসম্যান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর পরিসংখ্যান এখনো ঈর্ষনীয়।

  • শেন ওয়াটসন (অলটাইম অলরাউন্ডার র‍্যাংকিং – প্রথম) – অস্ট্রেলিয়া

আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৫৫৭ পয়েন্ট নিয়ে আছেন শীর্ষ স্থানে। এই অস্ট্রেলিয়ান ওপেনারকে এই একাদশে দেয়া হয়েছে ফিনিশারের রোল। তাছাড়া তাঁর অলরাউন্ড ক্রিকেট দিয়ে তিনি যেকোনো টি-টোয়েন্টি দলের মূল্যবান ক্রিকেটার হবেন।

  • সাকিব আল হাসান ( অলটাইম অলরাউন্ডার র‍্যাংকিং – তৃতীয়) – বাংলাদেশ

৪০৮ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন অলটাইম অলরাউন্ডার র‍্যাংকিং এর তিন নম্বরে। যেকোনো কন্ডিশনে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ইকোনমিক্যাল বোলিং বিপক্ষ দলকে চাপে ফেলতে বাধ্য। তাছাড়া ব্যাট হাতেও একইরকম কার্যকর বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সবমিলিয়ে একাদশে ব্যালেন্স আনতে বিশ্বক্রিকেটে সাকিব আল হাসানের জুড়ি নেই।

  • ড্যানিয়েল ভেট্টোরি (অলটাইম বোলিং র‍্যাংকিং – তৃতীয়) – নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের এই কিংবদন্তিতুল্য স্পিনিং অলরাউন্ডার এই একাদশে মূলত খেলবেন স্পিনার হিসেবে। আইসিসি অলটাইম বোলিং র‍্যাংকিং এ ৮৫০ পয়েন্ট নিয়ে তিনি আছে তৃতীয় অবস্থানে। বিশেষ করে তাঁর ইকোনমি রেট টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই অসাধারণ।

  • উমর গুল (অল টাইম বোলিং র‍্যাংকিং – প্রথম) – পাকিস্তান

আইসিসি র‍্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার উমর গুল। ৮৫৭ পয়েন্ট নিয়ে তিনি আছেন এক নম্বরে। পাকিস্তানি এই পেসার তাই আছেন এই একাদশেও।

  • স্যামুয়েল বাদ্রি (অল টাইম বোলিং র‍্যাংকিং – দ্বিতীয়) – ওয়েস্ট ইন্ডিজ

৮৫৫ পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ক্যারিবিয়ান এই স্পিনার। পাওয়ার প্লে ও ডেথ ওভারে তিনি অত্যন্ত কার্যকরী।

  • শন টেইট (অলটাইম বোলিং র‍্যাংকিং – একাদশ) – অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেটের এই দ্রুত গতির বোলার ইনজুরির কারনে লম্বা সময় খেলতে পারেননি। তবে আইসিসি অল টাইম বোলিং র‍্যাংকিংয়ে তাঁর পয়েন্ট ৭৬৯।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...