টেল-এন্ডার, লেজ – অনেক নামেই ডাকা হয় তাঁদের। ক্রিকেটীয় ব্যকরণ অনুযায়ী আট থেকে ১১ – এই পজিশনগুলোতে ব্যাট করে থাকেন তাঁরা। মূলত তাঁরা স্পেশালিস্ট বোলার। কিন্তু, ১১ জনকেই তো ব্যাট করতে হয়। অগত্যা, দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতেই হয় তাঁদের।
সেটা করতে গিয়ে সাদা পোশাকে প্রায়ই কেউ কেউ কার্য্যকর কিংবা বড় ইনিংস খেলে বসেন। অনেকে আবার বড় বড় সব শট খেলে স্কোরটা বাড়ানোতে মনোযোগ দেন। আর এটা করতে তাঁদের বড় অস্ত্র হল ছক্কা। ওভার বাউন্ডারি দিয়েই কেউ কেউ ব্যাটিং করতে পছন্দ করেন। টেস্টে লেজের ব্যাটিংয়ে সেই সব ছক্কা হাঁকানোর নায়কদের নিয়েই আমাদের এবারের আয়োজন।
- হরভজন সিং (ভারত)
লেজের ব্যাটিংয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড়দের একজন তিনি। ডিপ মিড উইকেট, লং অফ কিংবা লং অনের ওপর নিয়ে উড়িয়ে মারতে পছন্দ করতেন এই অফ স্পিনার। টেস্টে তিনি ৪২ বার বলকে সীমানার ওপারে সরাসরি পাঠিয়েছেন। দলের প্রয়োজনে হাল ধরতে জানতেন তিনি। টেস্টে আছে দুই সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরি।
- মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
টো-ক্রাশিং সব ইয়র্কারের জন্য বিখ্যাত এই অস্ট্রেলিয়ান পেস দানব। স্যুইং, গতি কিংবা বাউন্সেও জুড়ি নেই মিশেল স্টার্কের। তিনি আবার ছক্কারও নায়ক। পছন্দের জায়গা হল মিড উইকেট ও স্কয়ার লেগ। টেস্টে এখন অবধি ৪৩ টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১০ টা হাফ সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় টেল এন্ডার হিসেবে নেহায়েৎ মন্দ নয় – ২২ এর ওপর!
- স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
যুবরাজ সিং তাঁর এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে দু:স্বপ্ন উপহার দিয়েছিলেন। স্টুয়ার্ট ব্রড নিজেও ছক্কা হাঁকানোতে কম পারদর্শী নন। এখানে তিনি হাফ সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে আছেন। এখন তাঁর ছক্কার সংখ্যা ৪৮ টি। ব্রডকে চাইলে ব্যাটসম্যানও বলা যায়। ১৩ টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির সৌজন্যে তিনি প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন টেস্টে।
- ওয়াসিম আকরাম (পাকিস্তান)
নব্বই দশকের ‘স্যুইংয়ের সুলতান’। ওই সময়ের ব্যাটসম্যানরা আজো স্বপ্নে ওয়াসিম আকরামকে দেখলে অবাক হওয়ার কিছু নেই। তাঁকে অবশ্য টেল এন্ডার বললে অসম্মান করা হবে। প্রায়ই রীতিমত ব্যাটসম্যান সুলভ ইনিংস খেলতে তিনি। ছক্কা হাঁকিয়েছেন ৫৭ বার। প্রায় তিন হাজার রান করেছেন তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি নিয়ে। এর মধ্যে একবার ২৫৭ রানে অপরাজিত ছিলেন, নাহ একদম ভুল পড়েননি – ২৫৭!
- টিম সাউদি (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের এই পেসারের নামের সাথেও ‘টেল এন্ডার’ ট্যাগটা একদম বেমানান। ক্যারিয়ারে ৭৩ টি ছক্কা হাঁকানো মুখের কথা নয়। টেল এন্ডারদের ইতিহাসে তিনিই সর্বোচ্চ ছক্কার মালিক। পাঁচটি হাফ সেঞ্চুরি করা এই ‘ব্যাটসম্যান’ দিব্যি দুই হাজারের ওপর রান নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারবেন বলেই আশা করা যায়।
টেল এন্ডার হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় শেষ পাঁচজনের নামগুলোও এখানে না বললেই নয়। তিন হাজারের ওপর রান করা সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের টেস্ট ছক্কার সংখ্যা ৩৭ টি। এরপরই ৩৬ টি ছক্কা নিয়ে যৌথ ভাবে আছেন ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
এরপরের নামটা সাবেক এক বাংলাদেশি বাঁ-হাতি স্পিনারের। জ্বি, ঠিকই ধরেছেন – মোহাম্মদ রফিক। ৩৩ টেস্টের ক্যারিয়ারে ৩৪ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩১ ও ৩০ ছক্কা নিয়ে এর পরেই যথাক্রমে আছেন দুই পেসার – মিশেল জনসন ও ট্রেন্ট বোল্ট।