বিশ্বকাপে না থাকলেও তদন্তের মুখে তামিম

বিশ্বকাপ দলের ধারেকাছেও ছিলেন না তামিম ইকবাল খান। তবুও তাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

বিশ্বকাপ দলের ধারেকাছেও ছিলেন না তামিম ইকবাল খান। তবুও তাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি যে তার কাছ থেকেও জানতে চেয়েছে ব্যর্থতার পেছনের কারণ। খানিকটা বিস্মিত হওয়ার মতই তথ্য বটে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স। তাতে করে ক্ষুব্ধ হয়েছে ক্রিকেট সমর্থকরা। তবে টনক নড়তে ক্রিকেট বোর্ডের খানিকটা সময়ই লেগেছে। বেশ লম্বা সময় পর ব্যর্থতা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। বোর্ড পরিচালক এনায়েত হোসেন চৌধুরী দিচ্ছেন সেই কমিটির নেতৃত্ব। তার সাথে রয়েছেন আরও দুই বোর্ড পরিচালক- মাহবুবুল আনাম ও আকরাম খান।

তারা বিশ্বকাপ সংশ্লিষ্ট প্রায় প্রতিটা ক্রিকেটারের সাথে কথা বলেছেন। এমনকি দল সংশ্লিষ্ট কর্তাদের সাথেও আলাপ করে জানতে চাওয়া হয়েছে ব্যর্থতার কারণ। বাকি স্রেফ অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনী প্রচরাণায় ব্যস্ত সাকিবের সাথে এখনও আলোচনা করতে পারেনি তদন্ত কমিটি। নির্বাচনের পর সামনাসামনি বসেই জানতে চাওয়া হবে অধিনায়কের অভিমত।

তবে হুট করেই চাওড় হয়েছে একটি গুঞ্জন। তদন্ত কমিটি তামিম ইকবালের কাছ থেকেই শুনতে চাইছে ব্যর্থতার কারণ। এর পেছনে অবশ্য বেশ কিছু যুক্তিও রয়েছে। মূলত তামিমের নেতৃত্বেই বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল। তবে হুট করেই বিশ্বকাপের মাস তিনেক আগেই তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন।

নানা ঘটনা প্রবাহ শেষে একদিনের মাথায় তামিম নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে তখনও অনিশ্চিত ছিল তামিমের বিশ্বকাপ যাত্রা। শেষ অবধি তাকে ছাড়াই উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে তার সিদ্ধান্ত ও পরবর্তী ঘটনা প্রবাহের কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

হুট করে তামিমের অবসরের বিষয়টি জানতে চাওয়া হয় হেড কোচ চান্ডিকা হাতুরুসিংহের কাছে। তবে তিনি সে সম্পর্কে কিছুই জানেন না বলেই জানিয়েছেন। তদন্ত কমিটি মনে করছে তামিমকে ঘিরে সৃষ্টি হওয়া রহস্যই প্রভাবক হিসেবে কাজ করেছে বাংলাদেশের ব্যর্থতায়।

খেলোয়াড়দের মানসিকতায় ভীষণ প্রভাব ফেলেছে বিশ্বকাপের আগের সব ঘটনা। তাতে তামিমের সরাসরি সম্পৃক্ততাও রয়েছে। তদন্ত কমিটি মনে করে যে দলের পারফরমেন্সের ক্ষেত্রে দলগত পরিকল্পনা বা মাঠের কোন বিষয় ততটা প্রভাবিত করেনি। খেলোয়াড়দের মানসিক বিপর্যস্তাই মূল কারণ।

তবে এখন অবধি এসব বিষয়ে তদন্ত কমিটির মুখোমুখি হননি তামিম ইকবাল খান। ব্যক্তিগত ছুটি কাটাতে তিনি বর্তমান অবস্থান করছেন দুবাইয়ে। সেখান থেকে ফিরে জানাবেন নিজের অভিমত। এছাড়া তদন্ত কমিটি নিজেদের কাজ প্রায় গুছিয়ে ফেলেছেন। স্রেফ তামিম ও সাকিবের সাথে কথা বলেই তারা ইতি টানবেন তদন্তের।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ৯টি ম্যাচ। যার মধ্যে স্রেফ দুইটি ম্যাচই জিততে পেরেছে। এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে দল। এমন এক পরিস্থিতির পর পেছনের কারণ জানা ছিল আবশ্যক। বিসিবির বিশেষ কমিটি সেই কারণ জানানোর পাশাপাশি, বেশ কিছু পরামর্শও দেবে আগামী দিনের জন্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...