দরজায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন সব আলোচনা এই সিরিজ নিয়েই। করোনার কারণে দীর্ঘ বিরতির পর এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানের।
নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি কাপে সাকিবের দল জেমকন খুলনা চ্যাম্পিয়ান হলেও ব্যর্থ ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দলের সেরা তারকা এমন বিবর্ণ থাকার পরেও তাকে নিয়ে উদ্বিগ্ন নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব দারুণ ভাবে ফিরে আসবে বলে আশাবাদী তিনি।
বঙ্গুবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। শশুরের অসুস্থতাজনিত কারনে ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি। এর আগে টুর্নামেন্টে ৯ ম্যাচে ১১০ রানের পাশাপাশি শিকার করেছিলেন ৬ উইকেট। যা সাকিবের নামের সাথে একদম বেমানান। এমন পারফরম্যান্সের পরেও সাকিবের উপর আস্থা রাখছেন তামিম।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘মোটেও তা (হতাশ) নই, কারণ আমি এমন একজন যে শুধু বর্তমান পরিস্থিতি নয়, ইতিহাসেও বিশ্বাস করি। কারও যদি ইতিহাস থাকে তবে সে যে কোনও সময় ফিরে আসতে পারে। সাকিবের একটি দারুণ ক্যারিয়ার রয়েছে। আমি দৃঢ় বিশ্বাসী ও এই সিরিজে দারুণভাবে ফিরে আসবে। আমি ওকে নিয়ে উদ্বিগ্ন নই, এটি কেবল আমিই নই সমগ্র জাতি ওর প্রতি বিশ্বাস রাখে।’
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। টুর্নামেন্টে ৯ ম্যাচে ১১৫.৩০ স্টাইকরেটে ৩২৪ রান করেছিলেন তিনি। রান করলেও ব্যাটিংয়ের ধরণ নিয়ে সমালোচিত ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে তার স্টাইকরেট নিয়ে। তবে তামিম জানিয়েছেন তিনি খেলেছেন দলের চাওয়া অনুযায়ী।
তামিম বলেন, ‘স্টাইকরেট নিয়ে কথা বলাটা এখন একটা ট্রেন্ড হয়ে উঠেছে। আগামীকাল আরো একটা ট্রেন্ড আসবে। আমার দল যদি আমার ১১০ বা ১৫০ স্টাইকরেটে উপকৃত হয় তবে আমার অন্য কিছু যায় আসে না। টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে আমরা দুটো উইকেট হারিয়েছিলাম। আমরা আর ঝুঁকি নিতে পারলেও নেইনি। এমন সময়ও গিয়েছে যে দলের চাওয়া অনুযায়ী ব্যাট করেছি তবুও আমাকে এ জাতীয় প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আমি এরকম প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নই।’
তবে নিজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তামিম। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে তার আরো উন্নতি করতে হবে। তামিম বলেন, ‘টি-টোয়েন্টিতে আমি অনুভব করি যে আমাকে অনেক উন্নতি করতে হবে। আমি মনে করি ওয়ানডে ও টেস্টে যা অর্জন করেছি তার তুলনায় আমি টি-টোয়েন্টিতে খুব একটা অর্জন করতে পারিনি।’