বৈঠক আর সংবাদ সম্মেলনের গ্যাড়াকলে আটকে ছিল তামিম ইকবালের ভবিষ্যৎ। সময় এগোলেও তামিম আদৌ বের হতে পারেননি এই চক্র থেকে। সেই কথাটা আবারও স্মরণ করিয়ে দিলেন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
তিনি বরাবরের মত আবারও জানালেন, তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও সুযোগ দেওয়ার পক্ষে। তবে, এর আগে তামিমের ভবিষ্যত পরিকল্পনা জানতে চান তিনি। আর এজন্যই তামিমের সাথে বৈঠক করা খুবই জরুরি।
তামিম ইকবাল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে। এরপর শেষ মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। সেখানেই কার্যত থেমে আছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেললেও, বাকি দুই ফরম্যাটে খেলার রাস্তা তিনি খোলাই রেখেছেন।
বোর্ড সভাপতি বলেন, ‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সঙ্গে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সঙ্গে। তার আগে ওর সঙ্গে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আসো, তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসব।’
সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময় থেকেই তামিমের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছে বোর্ড। নাজমুল হাসান পাপন বলেন, ‘যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠাল যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।’
যতদিন সম্ভব সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে সার্ভিস নেওয়ার পক্ষে বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন জাতীয় দলে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।’
২০২৫ সালে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে আবারো জাতীয় দলে ফিরবেন তামিম। সেটা হয়তো তামিম-সহ অনেক সিনিয়র ক্রিকেটারেরই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে!