ইতিহাসের দ্রুততম ট্রিপল সেঞ্চুরি!

হায়দ্রাবাদের ওপেনার তন্ময় আগারওয়াল প্রথম শ্রেণীর ইতিহাসে দ্রুততম ট্রিপল হান্ড্রেড করার কীর্তি অর্জন করেছেন।

ইতিহাস রচিত হলো রঞ্জি ট্রফিতে, হায়দ্রাবাদের ওপেনার তন্ময় আগারওয়াল প্রথম শ্রেণীর ইতিহাসে দ্রুততম ট্রিপল হান্ড্রেড করার কীর্তি অর্জন করেছেন। মাত্র ১৪৭ বলে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যান তিনি, ২০০ থেকে ৩০০-তে পৌঁছুতে তাঁর লেগেছিল মাত্র ২৮ বল। এতেই বিস্ময়কর এক রেকর্ডের মালিক বনে যান এই ব্যাটার।

দিনশেষে ১৬০ বলে ৩২৩ রান করে অপরাজিত আছেন তিনি। ৩৩টি চার আর ২১টি ছয়ে সাজানো এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ২০১.৮৮। আর কোন ভারতীয় ক্রিকেট এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ২০০-র বেশি রান করতে পারেননি।

এনএফসি ক্রিকেট গ্রাউন্ডে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল অরুণাচল প্রদেশ। ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ কঠিন বাস্তবতা শেখায় প্রতিপক্ষকে। বিশেষ করে তন্ময় তুলো-ধুনো করেন বোলারদের – দুই ওপেনার মিলেই স্কোরবোর্ডে ৪৪৯ রান জমা করেন। এসময় তাঁরা ওভারপ্রতি ১১ রানের বেশি করে তুলেছিল।

১০৫ বলে ১৮৫ রান করে উদ্বোধনী জুটির সঙ্গী রাহুল সিং আউট হলেও একটুও তান্ডব কমাননি আগারওয়াল। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ আগ্রাসনে দুমড়ে মুচড়ে দিয়েছেন কাঠের গোলকটাকে।

অবশ্য এখানেই তৃপ্ত হলে চলবে না, আরও দারুণ কীর্তি ছোঁয়ার সুযোগ রয়েছে এই ওপেনারের সামনে। চার দিনের ম্যাচে ভারতীয় ব্যাটারদের মাঝে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলতে তাঁর দরকার কেবল ১২১ রান; অর্থাৎ ৪৪৪ রান করতে পারলে মর্যাদার এই রেকর্ডে নাম লেখাবেন তিনি। এর আগে বৈসাহেব নিমবালকার ১৯৪৮ সালে ৪৪৩ রান করেছিলেন এক ইনিংসে।

এছাড়া ৫০১ রানের বেশি করতে পারলে ব্রায়ান লারার রেকর্ডও ভেঙে যাবে। আবার তিনটি ছক্কা হাঁকাতে পারলে সর্বোচ্চ ছক্কার মালিক হবেন এই উদীয়মান তারকা। ২০১৪/১৫ মৌসুমে কলিন মুনরো অকল্যান্ডের হয়ে এক ইনিংসে ২৩টি ছয় মেরেছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...