তাসকিন-মুজারাবানির জরিমানা

এক বিবৃতিতে তাঁদের শাস্তির বিষয়টি নিশ্চিত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিবৃতিতে আরো জানানো হয়েছে লেভেল ১ ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে তাঁদের।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় দিন তর্কে জড়িয়েছিলেন তাসকিন আহমেদ ও ব্লেসিং মুজারাবানি। আচরণবিধি ভঙ করায় এই দুই ক্রিকেটারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে তাদের নামের পাশে।

এক বিবৃতিতে তাঁদের শাস্তির বিষয়টি নিশ্চিত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিবৃতিতে আরো জানানো হয়েছে লেভেল ১ ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে তাঁদের।

দ্বিতীয় দিনের খেলা শেষে আম্পায়ার মারাইস ইরাসমুস, ল্যাংটন রুসেরে, তৃতীয় আম্পায়ার ইকনো চাবি ও চতুর্থ আম্পায়ার ফ্রস্টার মুতিজওয়া এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আচারণবিধি ভঙের অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৮৫তম ওভারে। মুজারাবানির বল ছেড়ে দিয়ে নাচতে থাকেন তাসকিন। এটা দেখে বিরক্ত হয়েই তাসকিনকে গালি দেন জিম্বাবুয়ের এই পেসার। এরপর দুজন দুজনের দিকে তেড়েও যান। তাসকিনের হেলমেটে মুখ লাগিয়ে কিছু একটা বলতেও দেখা যায় তাসকিনকে।

এই ঘটনা নিয়ে গতকাল তাসকিন বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি সামলাচ্ছিলাম ভালো। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। তখন বলছিলাম, আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু করো! – এটাই। আর কিছু না।’

তাসকিন যখন ব্যাট করতে নামেন তখন ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে ছিল বাংলাদেশ। এখান থেকেই নবম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে গড়েন রেকর্ড ১৯১ রানের জুটি। ১৩৪ বলে ১১ টি চারের সাহায্যে ৭৫ রান আসে তাসকিনের ব্যাট থেকে। এই জুটির কল্যাণেই ৪৬৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

বল হাতে পরে তাসকিন আহমেদ পান একটি উইকেট। পেসারদের মধ্যে একমাত্র তিনিই উইকেট পান। বাকি নয়টি উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ক্যারিয়ারে অষ্টম বারের মত পাঁচ উইকেট নেন। সাকিব নেন চার উইকেট।

জানিয়ে রাখা ভাল, দুই বছরের ভিতর কোনো ক্রিকেটার চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধও হতে পারেন তাসকিন বা মুজারাবানি। তবে আজকে একটি করে ডিমেরিট পয়েন্ট পাওয়া তাসকিন ও মুজারাবানির নামের পাশে এর আগে কোন ডিমেরিট পয়েন্ট ছিল না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...