নিজেদের দোষ দেখেন না তাসকিন

‘এটা আসলে মেনে নিতেই হবে। আবহাওয়া ও উইকেট আমাদের নিয়ন্ত্রণে নাই। যেটা ফোকাস করছি ভালো জায়গাতে বল করা। কি ভাবে রান আটকানো যায়, টিম উপকৃত হবে, ঐ চিন্তা করেই বল করছি। আমার শক্তির জায়গা অনুযায়ী বল করার চেষ্টা করছি। এটাই আসলে, যেহেতু উইকেটে হেল্প নাই, তাহলে তো কিছু করার নাই। ভালো বল করাটাই আমার কাম্য।’

পালেকেল্লে টেস্টের চতুর্থ দিনের পুরোটা সময় বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন দ্বিমুথ করুনারত্নে ও সেঞ্চুরি করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। সারা দিন বল করে একটি উইকেটও শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বোলারদের এমন ব্যর্থতার জন্য তাসকিন আহমেদ দোষ দিয়েছেন উইকেটকে।

দিন শেষে এই ডানহাতি পেসার জানিয়েছেন এমন উইকেটে কিছুই করার ছিলো না তাঁদের। উইকেটে কিছু না থাকার কারণে তাই রান আটকিয়ে ভালো বল করার চেষ্টা করেছেন তাঁরা। তাসকিন মনে করেন উইকেট থেকে আরেকটু সুবিধা পাওয়া গেলে ভাল ফল আসতো।

তিনি বলেন, ‘আসলে সত্যি কথা বলতে টেস্ট ক্রিকেটে এরকম উইকেট বোলারদের জন্য কঠিন। আসলে উইকেটটা এমন যে সুযোগ তৈরি হওয়ার অপশন কম। ভালো বল দেখা যায় অনেক সহজে খেলতেছে। ১৯-২০ হলেই বাউন্ডারি হয়ে যাচ্ছে। আমরাও তো ৫৭৪ করে ইনিংস ঘোষণা করেছি (আসলে ৫৪১)। আরো একটু বেটার উইকেট যদি হতো, উইকেটে যদি হেল্প থাকতো তাহলে হয়তো আরো একটু ভালো হতো। কঠিন ছিলো বোলারদের জন্য।’

তাসকিন আরো বলেন, ‘এটা আসলে মেনে নিতেই হবে। আবহাওয়া ও উইকেট আমাদের নিয়ন্ত্রণে নাই। যেটা ফোকাস করছি ভালো জায়গাতে বল করা। কি ভাবে রান আটকানো যায়, টিম উপকৃত হবে, ঐ চিন্তা করেই বল করছি। আমার শক্তির জায়গা অনুযায়ী বল করার চেস্টা করছি। এটাই আসলে, যেহেতু উইকেটে হেল্প নাই, তাহলে তো কিছু করার নাই। ভালো বল করাটাই আমার কাম্য।’

টেস্টের চতুর্থ দিন শেষ হয়ে গেলেও এখন প্রথম ইনিংসই শেষ হয়নি। বাংলদেশের ৫৪১ রানের জবাবে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেটে হারিয়ে ৫১২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। তাই তাসকিন মনে করেন এই টেস্টটি ড্র হবে। তাসকিন এটাও জানিয়েছেন দ্বিতীয় টেস্টের উইকেটও এমন হলে ব্যাটসম্যানদের দূর্বল জায়গাতে বল করা ছাড়া কিছুই করার থাকবে না।

এই টেস্টটা আমার কাছে মনে হচ্ছে ড্র হওয়ার সম্ভবনাই বেশি। কিন্তু এটা ক্রিকেট, যে কোন সময় যে কোন কিছুই হতে পারে। আর দ্বিতীয় টেস্টের উইকেট এমন হলে আমাদের বোলারদের আরো ইকোনোমিকাল হতে হবে। ব্যাটসম্যানের দূর্বল জায়গাতে ফোকাস দিয়ে বল করতে হবে। এছাড়া আর তেমন কিছু করার থাকবে না আসলে।

তবে তাসকিন ড্র হওয়ার সম্ভবনা দেখলেও শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার জানিয়েছেন শেষ দিনে জয়ের জন্যই খেলতে নামবে তাঁর দল। শ্রীলঙ্কার কোচ শুধু জয়ের কথাই ভাবছেন।

আর্থার বলেন, ‘অবশ্যই আমরা এখনো জয়ের কথা ভাবছি। জয়ের জন্যই আমরা ম্যাচের বাকি অংশ খেলতে চাই। ড্রেসিংরুমে জয়ের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। পরিসংখ্যান সংগ্রহ করতে আমরা খেলতে নামিনি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...