‘মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা’

আগের দিন সাকিব আল হাসান যা বলেছিলেন, এবার সেই কথাটাই আরও স্পষ্ট করেই যেন বললেন তাসকিন আহমেদ। তাঁর মতে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয় বাংলাদেশের জন্য।

আগের দিন সাকিব আল হাসান যা বলেছিলেন, এবার সেই কথাটাই আরও স্পষ্ট করেই যেন বললেন তাসকিন আহমেদ। তাঁর মতে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয় বাংলাদেশের জন্য।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দেশবাসীর কাছে দোয়া চান তাসকিন। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।’

ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে যাওয়া তাসকিন জোর দিচ্ছেন ভাল ক্রিকেট খেলার দিকে। তিনি মনে করেন, বাংলাদেশের পক্ষে এই আসরে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’

পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্য়াচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা।

এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে। যদিও, গ্রুপ পর্ব নয়, বরং বাংলাদেশ দলের নজর যে শিরোপার দিকে – সেটা খুব ভাল ভাবেই পরিস্কার করে দিয়েছেন দলের সদস্যরা।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...