বিশ্বকাপে অশ্বিন, ধোনি মেন্টর!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিরাট কোহলিকে অধিনায়ক ও রোহিত শর্মাকে সহ-অধিনায়ক করে এই দল ঘোষণা করে বিসিসিআই। সেই দলে আছে বেশ কয়েকটা চমক।

তারুণ্য আর অভিজ্ঞতার আলোকে বেশ শক্তিশালী দলই গঠন করেছে ভারত। ১৫ সদস্যর মূল দলে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাঁড়া পারফরম্যান্স করা বরুন চক্রবর্তী ও ইশান কিষান। সেই সাথে ঘরোয়া লিগ সহ জাতীয় দলে ধারাবাহিক পারফরম করা সুরিয়াকুমার যাদবও আছেন এই স্কোয়াডে। তবে দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ফিরেছেন অক্ষর প্যাটেলও।

সবশেষ ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন অশ্বিন। ওই একই সফরে জাতীয় দলে সবশেষ ওয়ানডেও খেলেছিলেন তিনি। প্রায় চার বছর পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারতীয় এই অফ স্পিনারকে। আরব আমিরাতের উইকেট ও কন্ডিশন বিবেচনায় করেই যে অশ্বিনকে দলে রেখেছেন নির্বাচকরা সেটা হলফ করে বলা যায়।

দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো ওপেনার থাকায় ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি ধাওয়ান। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে ওপেনিং জুটিতে হয়তো দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে যাবেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও শ্রেয়াস আইয়ার

তবে স্কোয়াডের আরেকটি বিস্ময় হচ্ছে লেগ স্পিনার য়্যুজভেন্দ্র চাহালও জায়গা করতে পারেনি এই স্কোয়াডে! অশ্বিন দলে থাকায় কপাল পুড়ে এই লেগস্পিনারের। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত নজরকাঁড়া পারফরম্যান্স করা দীপক চাহারও যাচ্ছেন স্ট্যান্ডবাই হিসেবে। এদিকে ইনজুরিতে দীর্ঘসময় ক্রিকেটের বাইরে থাকা শ্রেয়াস আইয়ারও অতিরিক্ত হিসেবেই যাবেন দলের সাথে।

তবে, এই সবকিছু ছাপিয়ে আরেকটি অবাক করা তথ্য হলো এবার বিশ্বকাপের ভারত দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্ভোধনী আসরে শিরোপা ঘরে তোলে ভারত। সেই ধোনিই কিনা পরামর্শক হিসেবে আরব আমিরাতে থাকবেন দলের সাথে। এটা যে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের মাত্রা কয়েকগুন বাড়িয়ে দিবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

  • ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), ঋষাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ।

স্ট্যান্ড বাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link