ইংল্যান্ড দলকে ‘চিটার’ বলছে ভারতীয়রা!

সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটারদের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মূলত যশস্বী জয়সওয়ালের বিতর্কিত এক নট আউট ঘিরেই ক্ষোভ জন্মেছে তাঁদের মাঝে।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ মাঠের বাইরেও উত্তাপ ছড়াতে শুরু করেছে; সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটারদের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মূলত যশস্বী জয়সওয়ালের বিতর্কিত এক নট আউট ঘিরেই ক্ষোভ জন্মেছে তাঁদের মাঝে, আর সেটারই প্রতিফলন ঘটাচ্ছেন তাঁরা।

বিশতম ওভারের কথা, বাইশ গজে সে সময় ঘটে যায় নাটকীয় এক ঘটনা। ওলি রবিনসনের ওভারে পিছনে ক্যাচ দিয়ে বসেন এই বাঁ-হাতি। সেই ক্যাচ লুফে নিয়ে মুহূর্তের মাঝে আনন্দে মেতে ওঠেন কিপার বেন ফোকস, কিন্তু মাঠের আম্পায়ারদের সংশয় হতেই থার্ড আম্পায়ারের সাহায্য চাওয়া হয়। এবং টিভি রিপ্লেতে দেখা যায় গ্লাভসবন্দী হওয়ার আগেই বল ঘাস ছুঁয়ে ফেলেছিল।

ফলে নট আউটের সিদ্ধান্ত জানানো হয়, কিন্তু সেটা ভালভাবে নেয়নি ইংল্যান্ড দল। অধিনায়ক বেন স্টোকস-সহ দলের অনেক ক্রিকেটার তাৎক্ষণিকভাবেই উত্তেজিত হয়ে পড়েন, যদিও অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটেনি সেখানে।

প্রথম ইনিংসে রোহিত শর্মা স্লিপে একটা ক্যাচ ধরার পর নিশ্চিত না হওয়ায় সরাসরি আম্পায়ারকে জানিয়েছিলেন। অথচ ইংলিশরা ঠিকঠাক ক্যাচ না ধরেই উদযাপন করেছে – সামাজিক মাধ্যমে এসব নিয়ে এখন আলোচনা করছে ভারতীয় ক্রিকেটাঙ্গন।

রাঁচিতে দ্বিতীয় দিনের খেলা চলাকালীন টিম ইন্ডিয়াকে বেশ চাপে রেখেছিল বেন স্টোকসের দল। রোহিত শর্মা, শুভমান গিলদের দ্রুত প্যাভিলিয়নে পাঠিয়ে ম্যাচের লাগাম নিজেদের করে নিয়েছিল সফরকারীরা। এসময় বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন জয়সওয়াল, লড়াকু হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ৭৩ রান করেন এই ভারতীয় ওপেনার, সতীর্থদের ব্যর্থতার মাঝে তিনিই দলকে এনে দিয়েছেন সম্মানজনক স্কোর। সেই সাথে মর্যাদার এক রেকর্ড গড়েছেন এই তরুণ।

ভারতের ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে ৬০০ এর বেশি রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং দিলীপ সারদেসাই একটি টেস্ট সিরিজে ছয়শো’র বেশি রান করেছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...