সেঞ্চুরিয়ানদের মিছিলে…

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ভারত। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে তিন ফরম্যাটেই দারুণ সময় পাড় করছে ভারত। তবে টেস্ট ক্রিকেটে এই বছর তাঁরা পেয়েছে কিছু স্মরণীয় জয়। টেস্টে ভারতের ব্যাটসম্যানরা খুব বড় ইনিংস খেলতে না পারলেও তাঁদের বোলাররা অসাধারণ পারফর্মেন্স করছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই আজিঙ্কা রাহানের নেতৃত্বে সিরিজ জেতে ভারত। এরপর ঘরের ম্যাঠে হারায় ইংল্যান্ডকে। এখন ইংল্যান্ডের মাটিতে দারুণ করছে ভারতের বোলাররা। বোলারদের এই জয়োগানের মাঝে এই বছর ভারতের হয়ে বেশ কয়েকজন ব্যাটসম্যান ব্যাটে বড় ইনিংস খেলেছেন। এবারের আয়োজন সেসব ব্যাটসম্যানদের নিয়েই। তাঁদের কথা বলবো, যারা চলতি বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ভারতের হয়ে।

  • রবিচন্দ্রন অশ্বিন

ভারত ও টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা স্পিনারদের একজন রবিচন্দ্রণ অশ্বিন। বল হাতে এই স্পিনার ভারতে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। টেস্ট ক্রিকেটে এই মুহুর্তে তাঁর ঝুলিতে আছে ভারতের সর্বোচ্চ ৪১৩ উইকেট।

তবে এই তালিকায় অশ্বিন জায়গা করে নিয়েছেন তাঁর ব্যাটিং দিয়ে। তাঁকে খুব বেশি ব্যবহার না করা হলেও ব্যাট হাতে যে তিনি বেশ কার্যকর তাঁর প্রমাণ আগেও মিলেছে। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৫ টি সেঞ্চুরিও। এরমধ্যে এই বছরও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরি করেন অশ্বিন।

  • ঋষাভ পান্ত

ভারতের ক্রিকেটে আসা নতুন এক সম্ভাবনার নাম ঋষাভ পান্ত। নিজের আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য ইতোমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তাঁর কিছু ভালো ইনিংসও আছে। এই বছর তিনিও ভারতের হয়ে টেস্টে একটি সেঞ্চুরি করেছেন।

তাঁর সেঞ্চুরিটিও এসেছে ইংল্যান্ডের বিপক্ষে। ভারতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে আহমেবাদে এই সেঞ্চুরি করেন ঋষাভ। ১১৮ বলে ১০১ রানের সেই ইনিংসটিতে ছিল ১৩ টি চার ও ২ টি ছয়। সেই ম্যাচে ইনিংস ও ২৫ রানে জিতেছিল ভারত এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলে ঋষাভ।

  • লোকেশ রাহুল

সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ওপেনারদের একজন লোকেশ রাহুল। তবে শুভনম গিল আসার পর টেস্ট ক্রিকেটে খুব বেশি সুযোগ পাননা এই ওপেনার। তবে এই ইংল্যান্ড সিরিজে অন্য ওপেনারদের ইনজুরির কারণে শেষ পর্যন্ত একাদশে সু্যোগ পান রাহুল।

সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন দারুণ একটি হাফ সেঞ্চুরি। তবে তিনি তাঁর সেরা জমিয়ে রেখেছিলেন লর্ডসের জন্য। লর্ডস টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী পেস বোলিং এর বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ২৫০ বলে খেলন ১২৯ রানের দারুণ ও সময়োপযোগী এক ইনিংস।

  • রোহিত শর্মা

এই তালিকায় সবার উপরে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। রঙিন পোশাকে বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের একজন রোহিত শর্মা। তবে টেস্ট ক্রিকেটে তাঁকে খুব বেশি ব্যবহার করেনি ভারত। যদিও এই বছর টেস্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করে প্রমাণ করলেন তিনি সব ফরম্যাটে, সব জায়গাতেই কার্যকর। এই বছর প্রায় ৪৫ গড়ে ইতোমধ্যেই ৯০০ এর বেশি রান করে ফেলেছেন রোহিত।

রোহিত এই বছর ভারতের হয়ে টেস্ট দুটি সেঞ্চুরি করেছেন। দুটিই এসেছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথমটি এসেছে মার্চে ভারতের মাটিতে। এরপর ইংল্যান্ডের মাটিতে তাঁর সেঞ্চুরিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। শেষে বোলারদের কৃতিত্বে অসাধারণ জয় পায় ভারত।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link