ওপেনারদের আতঙ্কের নাম ফারুকি

কেবল তামিম নয় - আসলে ফজল হক ফারুকি আজকাল যেকোনো ওপেনারের জন্যই আতঙ্কের নাম।

ইদানিং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের খেলা হলেই তাঁকে নিয়ে অনেক কথা হয়। বিশেষ করে তামিম ইকবালকে পাওয়ার প্লের মধ্যেই আউট করাকে ফজল হক ফারুকি রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

তবে, কেবল তামিম নয় – আসলে ফজল হক ফারুকি আজকাল যেকোনো ওপেনারের জন্যই আতঙ্কের নাম। তিনি ওয়ানডেতে পেয়েছেন ৪৩ টি উইকেট, এর মধ্যে ওপেনারদের ফিরিয়েছেন মোট ২৭ বার!

মানে ফারুরি ওয়ানডেতে প্রায় ৬৩ শতাংশই নিয়েছেন ওপেনারদের উইকেট। মানে, প্রথম পাওয়ার প্লে-তে তিনি কতটা ভয়ংকর সেটা এই ছোট্ট পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

এর মধ্যে সবচেয়ে বেশি ফিরিয়েছেন অবশ্যই – বাংলাদেশি ওপেনারদের। তাঁর বিরুদ্ধে মোট নয়বার আউট হয়েছেন বাংলাদেশের ওপেনাররা।

অবশ্যই এখানে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তামিম ইকবালই। চার বারের মোকাবেলায় চারবারই তিনি আউট হয়েছেন ফজল হক ফারুকির বিপক্ষে। এছাড়া লিটন দাস তিনবার ও মোহাম্মদ নাঈম শেখ তিনবার আউট হয়েছেন ফারুকির বিপক্ষে।

এখানেই শেষ নয়। তিনি পাকিস্তানের ফখর জামান, শ্রীলঙ্কার দ্বিমুথ করুণারত্নে কিংবা জিম্বাবুয়ের রেগিস চাকাভাকেও দুবার করে আউট করেছেন ওয়ানডেতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...