আফ্রিদি – নামটা শুনলে কোনো সন্দেহ ছাড়াই তাঁকে শাহীন শাহ কিং শহীদ আফ্রিদির পরিবারের কেউ মনে হতে পারে। হ্যাঁ, আব্বাস আফ্রিদি স্টারকিড বটে। তবে, তিনি আফ্রিদিদের নয় – উমর গুলের ভাতিজা।
টি-টোয়েন্টি ইতিহাসের একদম গোড়ায় বিশ্বের সেরা পেসার ছিলেন উমর গুল। তাঁর রেকর্ড, পরিসংখ্যান টিকে ছিল অনেকদিন। আজও কিছু কিছু আছে। এই যেমন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং ফিগার তাঁর দখলে আছে ১৫ বছর ধরে।
আন্তর্জাতিক ক্রিকেটে চলে এসেছে। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাঁদের মাটিতে বসেই আব্বাসের পেস দাপটের মঞ্চায়নও হয়ে গেল এবার। শাহীন শাহ কিংবা নাসিম শাহ-রা যেদিন দেদারসে রান দিয়েছেন, সেদিন দারুণ ইকোনমি ছিলেন আব্বাস।
চার ওভারে আব্বাস রান দিয়েছেন মাত্র ১৭। এর চেয়েও বড় ব্যাপার হল পেয়েছেন তিনটি উইকেট। অস্ট্রেলিয়া মাত্র তিন ওভার এক বলে ৫০ রান তুলে ফেলেও দলীয় সংগ্রহ বড় করতে পারেনি। সেখানে বড় অবদান এই আব্বাসের।
একদিক থেকে খরুচে বোলিং করে গেছেন শাহীন-নাসিম। অপরপ্রান্তে, রান বন্যা সামলে নেন হারিস রউফ, আব্বাস ও সুফিয়ান মুকিম।
আব্বাস আফ্রিদি তার বোলিংয়ের হাতেখড়িতে জড়িয়ে আছেন খোদ চাচা উমর গুল। নিজের সময়ের অন্যতম সেরা বোলার ছিলেন গুল। অভিজ্ঞতার ঝুলিটা পরিপূর্ণ। দক্ষতায়ও তিনি ছিলেন সমৃদ্ধ।
সেসব কিছুই দিয়েই হয়ত তিনি আব্বাসকে তৈরি হতে সহায়তা করেছেন। পাকিস্তান দলেও এখন আব্বাসের সুযোগ মিলছে নিয়মিত। কে জানে সব ঠিকঠাক থাকলে হয়তো একদিন চাচা গুলকেও ছাড়িয়ে যাবেন তিনি!