রোনালদো, শেষের শুরু!

ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়টা খুবই খারাপ যাচ্ছে। বয়স, ক্লাব পারফর্ম্যান্স, ব্যক্তিগত জীবন, বিশ্বকাপে ফর্ম, সমালোচনা – সব দিক মিলিয়েই। নিজে ভালো থাকলেও অনেক সময় রাইভাল একটু বেশি ভালো পজিশনে থাকলে খারাপ লাগে।

আর এই চলমান কাতার বিশ্বকাপে তো মেসি রয়েছে আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারের সবচাইতে সেরা ফর্মে।  আর্জেন্টিনার জার্সি গায়ে এর চাইতে বেশি ভালো খেলা হয়তো আগেও খেলেছেন, কিন্তু প্রয়োজনের সময় একক ভাবে লড়াই করে দলকে ফিরিয়ে আনাটার কাজ এবারই সবচাইতে ভালোভাবে করছেন।

অন্যদিকে সিআরসেভেন খ্যাত রোনালদো রয়েছেন খুবই খারাপ অবস্থায়। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন, সেটাও আবার পেনাল্টি থেকে। বাকি দুই ম্যাচ দেখে মনে হয়েছে ক্যাপ্টেন কোটা আর তারকাখ্যাতির কল্যানে স্কোয়াডে জায়গা পাচ্ছেন। নিজে কিছু সুন্দর সুযোগ মিস করেছেন, প্রতিপক্ষে গোল পেয়েছে তাঁর ভুলে।

এখন চলছে নক আউট পর্ব। সমস্যা হলো ইতিহাসও রোনালদোর বিপক্ষে। এখন পর্যন্ত যে পাঁচটি বিশ্বকাপ খেললেও নক আউটে রোনালদোর কোন গোল নেই। মেসিরও ছিল না, এবার গুচিয়েছেন সেই আক্ষেপ।

দুজনের রাইভালিটিতে একজন কিছু করলে অন্য জন সেটার উত্তর দিয়েছেন কাছাকাছি সময়েই। আজও কি রোনালদোর উত্তর দেবার পালা। তিনি কি পারবেন? গোলের দেখা পাবেন সুইজাল্যান্ডের বিপক্ষে? গ্রুপ পর্বে কোন গোল না করেও দূর্দান্ত ভাবে ফিরে আসার কীর্তি রয়েছে ৮২ এর পাওলো রসি আর ১৯৯৪ সালে ইতালির রবার্তো ব্যাজ্জিওর। তবে দুজনেই খেলেছিলেন ইতালির মতো ঐতিহ্যবাহী দলে।

মানুষটা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই হয়তো কিছু মানুষ এখনো বিশ্বাস রাখছে উনার ফিরে আশার অপেক্ষায়। আজ রাত থেকেই শুরু হবে শেষের শুরুর। এই বিশ্বকাপ শেষেই হয়তো জাতীয় দল থেকে অবসর নিতে হবে রোনালদোকে।

কিন্তু শেষটা এমন মলিন হোক সেটা হয়তো কোন ফুটবল প্রেমীই চান না। সেজন্য কি করতে হবে সেটা ভালোভাবেই জানেন রোনালদো। ৩৮ বছর ছুই ছুই রোনালদো কি পারবেন শেষবারের মতো আরেকবার ফিরে আসতে?

বাস্তবতা বলছে না। তবে ফুটবলে মাঝে মাঝে ম্যাজিক ঘটে। দেখা যাক ক্রিশ্চিয়ানো সেই ম্যাজিক উপহার দিতে পারেন নাকি বাস্তবতার কাছে হার মেনে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link