উইলিয়ামসনের সম্ভাব্য বিকল্প!

নামটা যখন কেন উইলিয়ামসন তখন সুযোগের পাশাপাশি চাপও খানিকটা এসে যায় নবাগতের প্রতি। তা এই চাপে থাকা সুযোগটা নেওয়ার অপেক্ষায় অপেক্ষমান তালিকায় দাঁড়িয়ে থাকা ক্রিকেটার কারা? ব্লাক ক্যাপ দলে কাদের দেখা যাবে কেন উইলিয়ামসনের বিকল্প হিসেবে?

কেন উইলিয়ামসন টেনডনের ইনিজুরিতে খেলতে পারবেন না, এ খবর বেশ পুরনো। নিউজিল্যান্ড দল তাই উইলিয়ামসনকে ছাড়াই ঘর গোছানো শুরু করে দিয়েছে।

নিউজিল্যান্ড কোচ বলেছেন উইলিয়ামসনের এই না থাকা অন্য সবার জন্যে একটা সুযোগ। তা সুযোগ তো বটেই, কিন্তু নামটা যখন কেন উইলিয়ামসন তখন সুযোগের পাশাপাশি চাপও খানিকটা এসে যায় নবাগতের প্রতি। তা এই চাপে থাকা সুযোগটা নেওয়ার অপেক্ষায় অপেক্ষমান তালিকায় দাঁড়িয়ে থাকা ক্রিকেটার কারা? ব্লাক ক্যাপ দলে কাদের দেখা যাবে কেন উইলিয়ামসনের বিকল্প হিসেবে?

  • হেনরি নিকলস

হেনরি নিকলস মূলত একজন টপ অর্ডারের ব্যাটসম্যান। বাঁহাতি ব্যাটসম্যানেরা স্টাইলিশ হন এটা সবাই জানেন, হেনরি নিকলস যেন ঠিক তাই। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও নিকলসের সুপরিচিতি ক্রিজের চারপাশে শট খেলতে পারেন বলে, এমনকি ক্যারিয়ারের শুরু থেকেই নিজের টেকনিকে তিনি একেবারে নিখাদ।

নিউজিল্যান্ডের হয়ে এখন অবধি তিন ফরম্যাটে খেলে ফেললেও দলে খুব বেশি পরিচিত মুখ তিনি এমনটা বলা যাবেনা। তা উইলিয়ামসন, ল্যাথাম, গাপটিল কিংবা হালের কনওয়েতে সাজানো টপ অর্ডারে নিকলসের সুযোগ পর্যাপ্ত ছিল কিনা সেটাও একটা প্রশ্ন। ২০১৫ সালে ওয়ানডেতে অভিষিক্ত হলেও , ২০২০ সালে শেষ ওয়ানডে খেলার সময় হেনরির খেলা ওয়ানডের সংখ্যা মাত্র ৪৯।

এই ৪৯ ওয়ানডেতে ৩৫.৯২ গড়ে তিনি করেছেন ১৩২৯ রান, আছে একটা সেঞ্চুরিও। এই হেনরি নিকলস এবার সম্ভবত কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলে আরেকটা সুযোগ পেতে যাচ্ছেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে অবশ্য নিকলসের চাইতে বড় বিকল্প এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোয়াডে নেইও!

  • উইল ইয়ঙ

উইল ইয়ঙ মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আসর প্লাংকেট শিল্ডের ২০১৭/১৮ এর আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮৬ রান করে প্রথমবারের মত পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। বয়সটাও আঠাশ, অভিজ্ঞতার ঝুলিও মন্দ নয়। অন্যদিকে ঘরোয়া আসরে তিনি খেলেন মূলত চার নম্বরে, এটাও নিউজিল্যান্ডকে কিছুটা সাহায্য করতে পারে।

উইল ইয়ঙয়ের এখনও সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট বলতে তিনি খেলেছেনই মাত্র দুটো টেস্ট। সেই দুই টেস্টের পারফরম্যান্সও আবার খুব সন্তোষজনক নয়, দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৪৮ রান। এই দৈন্য পারফরম্যান্সের কারণে কেউ হয়তো এই মুহুর্তে কিউই দলে ইয়ংয়ের সুযোগ দেখতে চাইবেন না, কিন্তু উইলিয়ামসনের অনুপস্থিতিতে আর অলরাউন্ডার ব্যাকআপ তৈরিতে ইয়ংই হতে পারেন ব্লাক ক্যাপ্সদের এক্সপেরিমেন্টাল খেলোয়াড়!

  • ড্যারিল মিশেল

সাবেক নিউজিল্যান্ড রাগবি কোচ জন মিশেলের ছেলে ড্যারিল মিচেল মূলত একজন বোলিং অলরাউন্ডার। বোলিং অলরাউন্ডার হওয়া সত্ত্বেও মিচেলকে উইলিয়ামসনের পরিবর্তে মাঠে নামানোর একটা কারণ থাকতে পারে।

আর সেটা হল, নিউজিল্যান্ড যদি আগামীর পরিকল্পনায় ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার তৈরি করতে চায় তো। ড্যারিল মিচেলের অবশ্য এখনও ওয়ানডে অভিষেক হয়নি, আন্তর্জাতিক অঙ্গনে তিনি খেলেছেনই ৪ টেস্ট আর ১২ টি-টোয়েন্টি। এই চার টেস্টে আবার তিনি ৭৫ গড়ে রান করেছেন ২২৬, টি-টোয়েন্টিতেও স্ট্রাইক রেট ১২০!

এমনিতে টপ অর্ডারে নিউজিল্যান্ডের বিকল্পের অভাব নেই। উইলিয়ামসনের পরের ব্যাটসম্যানদের অর্ডার এগিয়ে এনে লোয়ার অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে তাই মিচেলকে খেলানো যায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...