টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম

আজ ডুনেডিনে অনুশীলন শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের প্রতি শুভ কামনা জানিয়ে তামিম ইকবাল বলেন নিউজিল্যান্ডে যাওয়ার আগেই বিষয়টি কোচ এবং নির্বাচকদের অবগত করেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। যার ফলে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

আজ ডুনেডিনে অনুশীলন শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের প্রতি শুভ কামনা জানিয়ে তামিম ইকবাল বলেন নিউজিল্যান্ডে যাওয়ার আগেই বিষয়টি কোচ এবং নির্বাচকদের অবগত করেছিলেন তিনি।

তামিম বলেন, ‘আমি নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকব না। দলকে শুভকামনা জানাচ্ছি। যে বিষয়টা হচ্ছে আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই এমন না। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।’

এর আগে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। যার কারণে কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেননি তামিম। কারণ ওয়ানডে সিরিজ শুরুর আগে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ।

তবে আজ অনুশীলন শেষে তামিম ইকবাল জানিয়েছেন তিনি এখন পুরোপুরি ফিট রয়েছেন এবং প্রথম ওয়ানডেতে মাঠে নামার ব্যপারে আশাবাদী তিনি।

তামিম বলেন, ‘আমার দুইটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো। আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করবো। খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ করেছি। কালও অনুশীলন করব। আমি আশাবাদী। প্রথম ম্যাচে খেলার জন্য।’

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তামিমের ছিটকে যাওয়া তাই বড় ধাক্কা হয়েই আসলো বাংলাদেশের জন্য।

আগামী ২০ মার্চ ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ,ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...