গজসম্রাটের অভিজাত যাত্রা

রোহিত শর্মা আমার আপনার মতো ছাপোষা নয়।

রোহিত শর্মা ঠিক সেরকম ভারতীয় যিনি প্র‍্যাক্টিসে যাবার সময় স্টেশনে কিট ফেলে এলে,আগের স্টেশনে ফেলে আসা কিটটা নেবার জন্য ছোটেন না। বরং কিট ছাড়াই উপস্থিত হয়ে যান প্র‍্যাক্টিসে। রোহিত শর্মা ঠিক সেইরকম একজন ভারতীয় যার অগ্রসরে আলসেমি আছে বলে মনে হলেও আদতে সেটি আভিজাত্য।

প্রাচীন যুদ্ধক্ষেত্রে রাজহস্তিদের সাজটা মনে আছে? মাথায় নকশা আঁকা কাপড় বেঁধে গজানন ঠিক কেমন যেন হেঁটে যায় আভিজাত্যের সাথে, রণঢঙ্কার শব্দকে কেমন যেন হার মানিয়ে দেয় গজসম্রাটের গর্জন। রোহিতের ফ্রন্টফুট পুলশটগুলোও কেমন যেন গজসম্রাটের অভিজাত গমনের মতো।

রোহিত শর্মা জানেন তিনি বিরাট কোহলির মতো ধারাবাহিক নন, ইয়োইয়ো টেস্টে মাঝেমধ্যেই আটকে পড়েন। কিন্তু তিনি সবচেয়ে বেশী করে জানেন সেট হওয়া রোহিত শর্মা বর্তমান পৃথিবীর ভয়ঙ্করতম ব্যাটসম্যান। এই যে নিজের শক্তিকে বুঝবার দর্শনবোধ, এটাই যে শেন ওয়ার্নের একদা প্রিয়তম উদীয়মান তরুণকে আজকের হিটম্যান করে তুলেছে। এই দর্শনবোধটা জরুরি, বড্ডো জরুরি।

ফেলে আসা কিটব্যাগের জন্য নয়, রোহিত শর্মারা ছোটেন পরের স্টেশনের জন্য, এগিয়ে যাবার জন্য। সেই এগিয়ে যাওয়াটা শ্লথ হতে পারে, সেই এগিয়ে যাওয়াটা কিটব্যাগহীন হয়ে জ্ঞানশূন্যের মতো প্র‍্যাক্টিসে উপস্থিত হওয়া হতে পারে, কিন্তু সেই এগিয়ে যাওয়াটার একটা উদ্দেশ্য আছে কারণ রোহিতরা জানে। নেট সেশনে বলগুলোকে ওপারে পাঠাতে স্রেফ একটা ব্যাটের হাতল দরকার। এটাই তফাত রোহিত শর্মার সাথে ছাপোষাদের।

রোহিত সত্তর বলে একশো করবার পর, পরের চল্লিশ বলে আরেকটা একশো করবার কথা ভাবতে পারেন। ধুলো ওঠা পিচে স্যুইপের পর স্যুইপ ছুটিয়ে রান তুলে দিতে পারেন। আর বলগুলোর বাউন্ডারির ওপারে যাবার জন্য সেট হওয়া রোহিতের ব্যাটের একটা স্পর্শই যথেষ্ট।

ভারতবর্ষ এমন অভিজাত তুলির পরশ দেখেনি অনেকদিন। ২০১৩ এর সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পর রোহিত শর্মার সেই অভিজাত তুলির অঙ্কন ঠিক যেন ঐরাবতগুলোর মতোই আগ্রাসী রণনীতি। রোহিতের ব্যাটের ঠুকঠাক শব্দ যখন প্রতিপক্ষের ধ্বংসলীলা রচনা করে চলে, সেই ধ্বংসের মাঝেও যেন আভিজাত্যের এক বুনন রয়ে যায়। প্রতিপক্ষ যেন হেরে গিয়েও বলতে পারে – ‘This is the loss which I am fond of and which I have been searching for everywhere.’

অভিজাত রোহিতের আগ্রাসন জয়-হারের অঙ্ক নিমেষে মুছে দিয়ে শুধু খেলাটাকে চোখ বন্ধ করে অনুভব করে যেতে বলে। রোহিতরা ছাপোষা নয়। জীবনের কিটব্যাগ স্টেশনের পর স্টেশনে ফেলে এলেও রোহিতরা ছোটে পরের স্টেশনে,অনুভবের টানে। রোহিতদের খেলার টুকটাক শব্দটা আমাদের জীবনকে অনুভব করতে শেখায়, উপভোগ করতে শেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link