তিন ফরমেটেই এখন আয়োজিত হয় বিশ্বকাপ। তাই অনেকটা প্রতিবছরই কোনো না কোনো ফরমেটের বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। বিশ্ব আসরের এমন ব্যস্ত সূচীর মধ্যেও গত দশ বছরে কোনো আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি টিম ইন্ডিয়া।
এবার আবার যখন ঘরের মাঠে বিশ্বকাপ, তখন ভারতের ওপর প্রত্যাশার চাপটাও অনেক। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ঠ প্রতিভা ভারতের আছে, শুধুমাত্র বিশ্বকাপের জন্য নিজেদের ঠিকঠাক প্রস্তুত করতে পারলেই সফল হবে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর আবারো সরাসরি মাঠের কাছে ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে কাজ করছেন সৌরভ। বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের দুই মাস আইপিএলে খেলা নিয়ে আলোচনা হচ্ছে চারদিকে। বিশ্বকাপের আগে ভারতের খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পাবেন কিনা সেটি নিয়ে চলছে বিশ্লেষণ।
তবে সৌরভ মনে করেন বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতই থাকবেন খেলোয়াড়রা। সৌরভ বলেন, ‘আমার মনে হয় খেলোয়াড়রা প্রস্তুত থাকবে। আমি এখানে কোনো সমস্যা দেখি না। হ্যাঁ, প্রচুর ক্রিকেট খেলতে হবে তাদের। খেলার সূচী এভাবেই করা হয়েছে। খেলোয়াড়রাও সেভাবেই খেলবে। আমি আসলেই এখানে কোনো সমস্যা দেখি না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও খেলোয়াড়রা ১০ দিনের বিরতি পাবে আইপিএলের পর। আমার মনে হয় তারা মানিয়ে নিতে পারবে।’
দ্বি-পাক্ষিক সিরিজ গুলোতে অপ্রতিরোধ্য ভারত যেন খেই হারায় বিশ্ব আসর গুলোতে। সেই সমস্যার সমাধানও বাতলে দিলেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘ভারতকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তাদের সেই ধরণের দল আছে। যে দলে অক্ষর প্যাটেল নয় নম্বরে ব্যাট করে সেই দলের উপরের দিকের ব্যাটারদের আক্রমণাত্মক খেলতেই হবে। ভারতে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে আর জাদেজা সাত নম্বরে ব্যাট করে সেই দলের গভীরতা অনেক। এখন শুধুমাত্র চাপ সামলানো, আর খেলার পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার দিকে মনোযোগ দিতে হবে। ভারতে প্রতিভার অভাব নেই। শুধুমাত্র তারা কিভাবে বড় আসরের জন্য নিজেদের প্রস্তুত করে সেটিই দেখার বিষয়।’
বিশ্বকাপে আইপিএলের পারফরম্যান্সের প্রভাব থাকবে কিনা সে বিষয়ে সৌরভ বলেন, ‘আমার মনে হয় নির্বাচকরা সবকিছুর সমন্বয় ঘটিয়ে কাজ করেন। তারা শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্সই দেখেন না। হয়তো টি-টোয়েন্টি দল গঠনের সময় আইপিএলকে গুরুত্ব দেয়া হয়। আমার মনে হয় নির্বাচকরাও এখন যথেষ্ঠ অভিজ্ঞ সব পরিস্থিতি মিলিয়ে কাজ করার জন্য। এছাড়াও এখানে অধিনায়ক রোহিত শর্মা আর কোচ রাহুল দ্রাবিড়ও আছেন। যাদেরও দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার মতে, তারা যথেষ্ঠ যোগ্য এবং ভারতের ক্রিকেটের জন্য যেটা ভালো হবে সেটাই করবে।’
বিশ্বকাপ এবং আইপিএলে ঋষাভ পান্তকে মিস করবেন বলেও জানান সৌরভ। তবে ঋষাভের অভাব পূরণ করার মত যথেষ্ট খেলোয়াড় ভারতের আছে বলেও মনে করেন তিনি।
বললেন, ‘ঋষাভ বিশেষ প্রতিভা। খুব সহজেই তাঁর মত প্রতিভা পাবেন না আপনি। কিন্তু আমার মনে হয় ইশান কিষান দারুণ। কেএস ভারতও আছে এখানে। অবশ্যই তারা ভিন্ন ধরণের খেলোয়াড়। সীমিত ওভারের ক্রিকেটে ইশান কি করতে পারে তা আমরা দেখেছি। লোকেশ রাহুলও ওয়ানডেতে ভালো করছে। ওয়ানডেতে তাঁর ৪৫ গড় অসাধারণ। সে ওয়ানডের জন্য দারুণ খেলোয়াড়। সে যদি তাঁর কাজ করতে পারে তাহলে আমি কোনো সমস্যা দেখি না।’