যাত্রাপথে চুরির শিকার ওয়ার্নার-মুস্তাফিজরা

প্রতিদিনই নিত্যনতুন আর চমকপ্রদ কিছু না কিছু ঘটে আইপিএলে। তবে এবার যেন একেবারেই নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলো দিল্লী ক্যাপিটালস। ব্যাঙ্গালুরু থেকে দিল্লী ফেরার পথে ব্যাট প্যাড সহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম চুরি গেছে ডেভিড ওয়ার্নারদের।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নি:সন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিদিনই নিত্যনতুন আর চমকপ্রদ কিছু না কিছু ঘটে আইপিএলে। তবে এবার যেন একেবারেই নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলো দিল্লী ক্যাপিটালস। ব্যাঙ্গালুরু থেকে দিল্লী ফেরার পথে ব্যাট প্যাড সহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম চুরি গেছে ডেভিড ওয়ার্নারদের।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমে টানা পঞ্চম হারের স্বাদ পায় দিল্লী। অনেকটা বিমর্ষ অবস্থাতেই দিল্লীতে ফিরছিলেন ওয়ার্নার-মুস্তাফিজরা। দিল্লীতে ফেরার পর তারা টের পান নিজেদের ক্রিকেটীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। মোট ১৬ টি ব্যাট সহ গ্লাভস, প্যাড, জুতা চুরি হবার বিষয়টি নিশ্চিত হয় দিল্লী ম্যানেজমেন্ট।

জানা গেছে দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নারের তিনটি, ফিল সল্টের তিনটি, মিচেল মার্শের দুটি ও ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ঢুলের পাঁচটি ব্যাট চুরি গেছে। এছাড়াও আরো বেশ কিছু ক্রিকেটারের গ্লাভস, জুতা ও অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম চুরি যাবার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লী টিম ম্যানেজমেন্ট। সব মিলয়ে ১৬ লক্ষ টাকারও বেশি মূল্যের সরঞ্জাম চুরি হয়েছে দিল্লীর খেলোয়াড়দের।

এমন অবস্থাতেই কোনোমতে নিজেদের অনুশীলন শেষ করেছে দিল্লীর ক্রিকেটাররা। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেশ বিপদেই পড়তে হয়েছে দিল্লীকে। ব্যাট খোয়া যাওয়া ক্রিকেটাররা ইতোমধ্যেই নিজেদের এজেন্টদের সাথে নতুন ব্যাট ও সরঞ্জামাদি পাঠাতে যোগাযোগ করেছেন।

আইপিএলে এই প্রথমবার ঘটলো এমন ঘটনা। সাধারণত দলগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে লজিস্টিক কোম্পানি নিয়োগ দিয়ে থাকে আইপিএল গভার্নিং কাউন্সিল। এমন ঘটনা এর আগের আসর গুলোতে কখনাই ঘটেনি। তাই আসলে কিভাবে এমন চুরির ঘটনা ঘটলো সেটি বের করতে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। টানা পাঁচ ম্যাচে জয় শূন্য দিল্লীর জন্য মরার ওপর খড়ার ঘাঁ হয়েই এসেছে এই ঘটনা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...