আফগানিস্তানকে সাহায্য করতে গিয়ে উল্টো ক্ষতি করে বসলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনের জন্য আফগানদের নয়ডা স্টেডিয়াম দিয়েছিল তাঁরা। কিন্তু মাঠের বিপর্যস্ত অবস্থার কারণে কোন বল ছাড়াই পরিত্যক্ত হয় ম্যাচটা। গত ২৬ বছরে ক্রিকেট বিশ্ব এমন কিছু দেখেনি, পুরো একটি টেস্ট ম্যাচ কোন বল করা ছাড়াই পরিত্যক্ত হয়নি।
যদিও ইতিহাসে এমনটা একেবারে নতুন কিছু নয়। এখন পর্যন্ত মোট আটবার ঘটেছে এই ঘটনা, আগের সাত বারই ঘটেছে ২০০০ সালের আগে।
প্রথমবার ১৮৯০ সালে এমন মুহূর্ত এসেছিল ক্রিকেটপ্রেমীদের জন্য, ম্যানচেস্টারে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ভেস্তে গিয়েছিল, সে সময় অবশ্য তিন দিন চলতো একটা টেস্ট – তিন দিনই সেবার বৃষ্টি হওয়ায় খেলা সম্ভব হয়নি। প্রায় অর্ধশত বছর পর ১৯৩৮ সালে এই দু’দলের মধ্যকার ম্যাচ আবারও আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়।
পাঁচ দিনের টেস্ট ম্যাচ শুরু হওয়ার পর ১৯৭০ সালে আবারও কোন বল ছাড়াই শেষ হয় খেলা। টানা তিন দিন বৃষ্টি হওয়ায় টেস্ট ম্যাচ সম্ভব হয় না বিবেচনা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন আয়োজকরা। চলমান টেস্টকে পরিত্যক্ত করে পঞ্চম দিনে ৬০ ওভার এবং এক ইনিংসের বিশেষ ম্যাচ অনুষ্ঠিত ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝে – ইতিহাসে এটিই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাশ হিসেবে লিপিবদ্ধ হয়েছে।
একইভাবে ১৯৮৯ সালে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্টে ভারী বৃষ্টিপাত হওয়ায় জয়-পরাজয় নির্ধারণ অসম্ভব হয়ে যায়। ফলে সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে একটা ওয়ানডে খেলে দুই দল। পরের বছর ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টেরও একই পরিণতি হয়েছিল।
১৯৯৮ সালে ফয়সালাবাদে বৃষ্টি নয় বরং শিশিরের কারণে বাতিল করতে হয় জিম্বাবুয়ে বনাম পাকিস্তান ম্যাচ। দিনের বেলাতেও এত শিশির ছিল যে কিছু দেখা সম্ভব ছিল না। মজার ব্যাপার, একই দিনে ডানেডিনেও টেস্ট ম্যাচ বাতিল হয়। ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ মাঠে গড়ায়নি।