সর্বজয়ী ভারতীয় ক্রিকেটারসমগ্র

সকল ক্রীড়াবিদদের জন্য ট্রফি বা পদক জেতাই চূড়ান্ত লক্ষ্য।

ট্রফি জয়ের সম্মানই একজন খেলোয়াড়ের ক্যারিয়ারকে এনে দেয় পূর্ণতা। ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। ভারতীয় ক্রিকেটারদের জন্য সবচেয়ে সবচেয়ে সম্মানজনক তিনটি টুর্নামেন্ট হল – ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল। আসুন দেখে নিই সেইসব ভারতীয় ক্রিকেটারদের যাদের কিনা এই তিনটি ট্রফি জয়েরই সৌভাগ্য হয়েছে।

  • মহেন্দ্র সিং ধোনি

নিঃসন্দেহে তালিকার প্রথম নামটি মহেন্দ্র সিং ধোনি। তিনি কেবলমাত্র টুর্নামেন্ট জেতেননি, প্রতিটি টুর্নামেন্টে তিনি ছিলেন দলের অধিনায়ক। সর্বপ্রথম ২০০৭ সালে অনভিজ্ঞ এক ভারতীয় দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন ধোনি। এটি ছিল অধিনায়ক হিসেবে ধোনির প্রথম বিশ্বকাপ।

পরবর্তীতে ২০১০ সালে আইপিএলের তৃতীয় আসরে চেন্নাই সুপার কিংসকে এনে দেন শিরোপার স্বাদ। এরপর আরো দুবার আইপিএল জেতেন ধোনি হলুদ জার্সিতে; ২০১১ এবং ২০১৮ সালে। অবশেষে ভারতের তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতেন ধোনি। ফাইনালে মুম্বাইয়ের ওয়াঙখেড়েতে ম্যাচজয়ী এক ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি।

  • হরভজন সিং

ভারতের প্রায় সকল সাফল্যের সময়ই সামনে থেকে পারফর্ম করেছেন হরভজন সিং। লাল বলের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের প্রধান স্পিনার।

হয়তো পরিসংখ্যানে তিনি সর্বোচ্চ উইকেটশিকারি নন, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়াতে এই পাঞ্জাব তনয়ের জুড়ি মেলা ভার। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুই দলের হয়েই আইপিএল শিরোপা জিতেছেন ভাজ্জি। তিনি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিও জেতেন একবার।

  • যুবরাজ সিং

২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সম্পর্কে কিই বা বলা যেতে পারে। বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যান ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ছিল সমান কার্যকরী। সাথে যোগ করুন দুর্দান্ত ফিল্ডিং দক্ষতা, সবমিলিয়ে যুবরাজ সিং ছিলেন এক কমপ্লিট ক্রিকেটার।

মুহূর্তের মাঝে ম্যাচের রঙ পাল্টে দেবার এক বিশেষ ক্ষমতা রয়েছে তার। আইপিএলে নিয়মিত পারফর্ম করতে না পারলেও ট্রফি স্পর্শ করতে পেরেছেন একবার। বারবার চেষ্টার পর অবশেষে ২০১৬ সালে পাঞ্জাবের এই ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল শিরোপা জেতেন। সে মৌসুমে হায়দ্রাবাদের হয়ে বেশ কিছু ভালো ইনিংস ছিল তাঁর।

  • গৌতম গম্ভীর

অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের মতো প্রচারের আলোয় না থাকলেও নিজের দায়িত্ব সবসময় পালন করে এসেছেন গৌতম গম্ভীর। ভারতের হয়ে জেতা দুটো বিশ্বকাপ ফাইনালেই খেলেছিলেন দারুণ ইনিংস। দিল্লীর এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি জেতেন।

  • পিযুষ চাওলা

তালিকার এই নামটি দেখে হয়তো অনেকেই চমকে যাবেন। প্রতিটি ম্যাচ না খেললেও পিযুষ চাওলা ছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। আইপিএলে তিনি ছিলেন স্ব-মহিমায় উজ্জ্বল। কলকাতার দুবার আইপিএলজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এমনকি এক মৌসুমে ফাইনালে তার ব্যাট থেকেই আসে জয়সূচক রান। যদিও, এটা ঠিক যে – যতগুলো শিরোপা তিনি জিতেছেন – তাঁর কোনোটাতেই তাঁর তেমন একটা ভূমিকা নেই।

  • ইউসুফ পাঠান

পাঠান ভ্রাতৃদ্বয়ের ছোটভাই ইউসুফ পাঠান ভারতীয় দলে প্রথম ডাক পান ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমনকি তার অভিষেক ঘটে সেই বিশ্বকাপের ফাইনালে! ওপেনিংয়ে নেমে ভালোই করেন সেই ম্যাচে। পরবর্তীতে ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। বরোদার এই ডানহাতি মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ট্রফি জেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link