আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হবেন কে!

বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্যাঞ্চাইজি লিগের নাম উঠলে সবার প্রথমেই আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের নাম। বিশ্বসেরা সব তারকাদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে টুর্নামেন্টটি। এবারের মৌসুমেও অসাধারণ সব বোলাররা আইপিএলে অংশ নেবেন নিজেদের প্রতিভা এবং সামর্থ্যের জানান দিতে।

বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্যাঞ্চাইজি লিগের নাম উঠলে সবার প্রথমেই আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের নাম। বিশ্বসেরা সব তারকাদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে টুর্নামেন্টটি। এবারের মৌসুমেও অসাধারণ সব বোলাররা আইপিএলে অংশ নেবেন নিজেদের প্রতিভা এবং সামর্থ্যের জানান দিতে। আসুন দেখে নেয়া যাক এবারের মৌসুমে কে হতে পারেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।

  • উমরান মালিক (ভারত)

আইপিএল দিয়েই ক্রিকেট পাড়ায় উত্থান তরুণ পেসার উমরান মালিকের। নিয়মিত ১৫০ কিমির বেশি গতি তুলে সবাইকে চমকে দিয়েছিলেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার। ২৩ বছর বয়সী এই পেসার এই মৌসুমেও ব্যাটসম্যানদের জন্য এক আতংকের নাম। 

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গত মৌসুমে ১৪ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেন উমরান। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন এই গতি তারকা। জাতীয় দলের হয়ে আট ওয়ানডেতে তাঁর শিকার ১৩ উইকেট। এবারের আইপিএলে তাই নিজেকে ছাপিয়ে যাবার মিশনে নামবেন উমরান। 

  • মোহাম্মদ সিরাজ (ভারত)

তিন ফরম্যাটেই ভারতের বোলিং লাইনআপে ভরসার এক নাম মোহাম্মদ সিরাজ। ১৮ টেস্টে ৪৭ উইকেটের পাশাপাশি ২৪ ওয়ানডেতে মাত্র ৪.৭৮ ইকোনমিতে ৪৩ উইকেট শিকার করেছেন ২৯ বছর বয়সী এই পেসার। 

২০২২ আইপিএল মৌসুমটা অবশ্য ভালো কাটেনি সিরাজের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে শিকার করেন মোটে নয় উইকেট। এবারের মৌসুমের আগে তাই দুর্দান্ত ফর্মে থাকা সিরাজ তাই চাইবেন গতবারের দু:স্বপ্ন ভুলিয়ে দিতে। 

  • উমেশ যাদব (ভারত)

লাল বলের ক্রিকেটে ভারত জাতীয় দলের নিয়মিত মুখ উমেশ যাদব। টেস্টে ৫৬ ম্যাচে মাঠে নেমে তাঁর শিকার ১৬৮ উইকেট। কলকাতা নাইট রাইডার্সের এই পেসারের আইপিএল ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ, ১৩৩ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে শিকার করেছেন ১৩৫ উইকেট। 

বয়সের কারণে গতি খানিকটা কমে গেলেও ইনিংসের শুরুর দিকে এখনো আগের মতো ভয়ংকর উমেশ। গত মৌসুমেও কলকাতার জার্সিতে ১২ ম্যাচে শিকার করেন ১৬ উইকেট। এবারের মৌসুমেও বল হাতে আলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ এই পেসারের। 

  • কুলদ্বীপ যাদব (ভারত)

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে কুলদ্বীপ যাদব বরাবরই আলোচিত এক নাম। বাঁহাতি এই চায়নাম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বরাবরই আলো ছড়িয়েছেন, ২৮ ম্যাচে শিকার করেছেন ৪৬ উইকেট। ইকোনমিটাও বেশ ঈর্ষণীয়, ৬.৭৬!

স্পিনের মায়াজালটা টেনে এনেছেন আইপিএলেও, ৫৯ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে শিকার করেছেন ৬১ উইকেট। গত মৌসুমেও দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে শিকার করেন ২১ উইকেট। এবারের মৌসুমেও আপন আলোয় উদ্ভাসিত হতে চাইবেন এই তারকা। 

  • এনরিচ নর্কে (দক্ষিণ আফ্রিকা)

খানিকটা দেরিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও শুরু থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিচ নর্কে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৩০ ম্যাচে ৭.০৭ ইকোনমিতে শিকার করেন ৩৬ উইকেট। 

আইপিএলেও নর্কে বরাবরই দলের জন্য ভরসার এক নাম। তাঁর দুর্দান্ত গতি এবং দুধর্ষ ইয়র্কার ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বিভীষিকার এক নাম। আইপিএলে ৩০ ম্যাচে ৮.০৬ ইকোনমিতে এই পেসারের শিকার ৪৩ উইকেট। 

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে ১১ ম্যাচে ২০ উইকেট তুলে নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি নির্বাচিত হন। ফর্মটা ধরে রাখলে এবারের আইপিএলেও পার্পল ক্যাপ জেতার দৌড়ে এগিয়ে থাকবেন নর্কে। 

  • যুজবেন্দ্র চাহাল (ভারত)

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত এক নাম ভারতের অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ৭২ ওয়ানডেতে মাঠে নেমে ৫.২৬ ইকোনমিতে শিকার করেন ১২১ উইকেট। ৩২ বছর বয়সী এই স্পিনার টি টোয়েন্টিতে ৭৫ ম্যাচে শিকার করেন ৯১ উইকেট। 

আইপিএলেও চাহালের রেকর্ড মন্দ নয়, ইতোমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ১৬৬ উইকেট। গত মৌসুমে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েই দলকে নিয়ে গিয়েছিলেন টুর্নামেন্টের ফাইনালে। এবারের মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি চাহালের লক্ষ্য থাকবে সর্বোচ্চ উইকেটশিকারির খেতাব জেতার। 

  • কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)

ক্যারিয়ারের শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল দুই জায়গাতেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। নিয়মিত ১৪০ কিমির উপরে গতির পাশাপাশি দারুণ লাইন লেংথ রাবাদাকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ভয়ংকর বোলারে। 

আইপিএলে আর মাত্র একটি উইকেট শিকার করলেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই প্রোটিয়া পেসার। ২০২০ মৌসুমে ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এবারের মৌসুমেও সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইবেন এই তারকা।

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

সাদা বলের ক্রিকেটে বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকরী ক্রিকেটারদের একজন শ্রীলংকান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৫ বছর বয়সী এই লেগস্পিনার ৫৫ টি টোয়েন্টিতে শিকার করেছেন ৮৯ উইকেট। 

২০২২ আইপিএল নিলামে ১০.৭৫ কোটি রুপির বিনিময়ে হাসারাঙ্গাকে দলে ভেড়ায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মাঠের পারফরম্যান্সেও অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করেছেন এই তারকা, ১৬ ম্যাচে শিকার করেন ২৬ উইকেট। এবারের মৌসুমেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন হাসারাঙ্গা। 

  • মোহাম্মদ শামি (ভারত)

আইপিএলের ইতিহাসের সেরা ভারতীয় পেসারদের তালিকায় উপরের দিকেই থাকবে মোহাম্মদ শামির নাম। ৩২ বছর বয়সী এই পেসার আইপিএলে ৯৩ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৯৯ উইকেট। 

গুজরাট টাইটান্সের হয়ে নিজের প্রথম মৌসুমেই দলকে শিরোপা জেতাতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শামি। ২০ উইকেট শিকার করে দলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। এবারের মৌসুমে শিরোপা ধরে মিশনে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দলটি।  

  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)

আইপিএল তো বটেই নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট এই যুগেরই অন্যতম সেরা পেসারদের একজন। ২০১৫ সালে প্রথমবার আইপিএলে খেলার পর থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই তারকা। বাঁহাতি এই পেসার আইপিএলে ৭৮ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৯২ উইকেট। 

কিউই এই পেসার গত মৌসুমে ১৬ উইকেট শিকার করে রাজস্থানকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবারের মৌসুমেও ইনিংসের শুরুতে উইকেট পেতে তাঁর উপরই ভরসা রাখবে দলটি। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...