বিশ্বকাপ শিরোপা জয়ে প্রশংসায় ভাসছে অজিরা। একইসাথে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের কারণে প্রশংসা পেয়েছেন নিউজিল্যান্ডও। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অনেকেই টুইট বার্তায় দুই দলকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করেছেন আফগান তারকা রশিদ খানও। তবে বাকিদের টুইট ছাপিয়ে সবার নজর কেড়েছে রশিদের টুইট।
রশিদ তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে আরও একটি আইসিসি ট্রফি জেতায় অস্ট্রেলিয়া দলকে অনেক অভিনন্দন জানাই। নিউজিল্যান্ড দলও অনেক ভালো খেলেছে। কেন মামা ও ওয়ার্নার কাকাকে একসঙ্গে খেলতে দেখা সত্যিই আনন্দের ছিল।’
টুইটে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে মামা ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে কাকা ডাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রশিদের টুইট। তবে তিনি যে হাসি-ঠাট্টা করেই বলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বেশ কয়েক মৌসুম একসঙ্গে খেলছেন উইলিয়ামসন, ওয়ার্নার, রশিদ খানরা।
দীর্ঘসময় এক দলে খেলায় তিনজনের মাঝেই সখ্যতাটাও অনেক বেশি। সেই জায়গা থেকেই উইলিয়ামসনকে মামা ও ওয়ার্নারকে কাকা বলে সম্বোধন করেছেন রশিদ খান।
অবশ্য রশিদের কাকা ও মামা সম্বোধন করা দুইজনই খেলেছেন দুর্দান্ত ইনিংস। প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন উইলিয়ামসন। তার ব্যাটেই ১৭২ রানের পুঁজি পায় ব্ল্যাকক্যাপরা। জবাবে রান তাড়া করতে নেমে ওয়ার্নার ও মার্শের দাপুটে ফিফটিতে ৮ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে অজিরা।
রশিদ ছাড়াও টুইট করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তোমরা অবিশ্বাস্য খেলেছো। মিশেল মার্শের ক্লাস, পাওয়ারফুল ব্যাটিং।’ এছাড়া অভিনন্দন জানিয়ে টুইট করেছেন শোয়েব মালিকও।
সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘অসাধারণ ফাইনাল। কিছু দুর্দান্ত ইনিংস। উইলিয়ামসন সেরা একটা ক্লাস্যিক ইনিংস খেলেছে তবে ওয়ার্নার ও মার্শ ছিলো অপ্রতিরোধ্য। অভিনন্দন অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য। নিউজিল্যান্ডের জন্য লজ্জার কিছুই নেই।’
জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী। কি অসাধারণ খেলোয়াড়, মিশেল মার্শ! আশা করি ভবিষ্যতেও সেরাটা দিতে তার শরীর তাকে সমর্থন করবে। অসাধারণ খেলেছো আজকে।’
সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তোমরা অসাধারণ ক্রিকেট খেলেছো। হ্যাজেলউড, ওয়ার্নার, মার্শ – অসাধারণ পারফরম্যান্স।’