পাকিস্তান দলে ফেরার রাস্তা বানাচ্ছেন উমর আকমল

অমিত সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেটে অবির্ভাব হয়েছিলো উমর আকমলের। কিন্তু সেই সম্ভাবনার মৃত্যু হয়েছে অঙ্কুরেই। প্রায় চার বছর আগে পাকিস্তানের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা উমর এবার নিজে আবারো পারফর্ম করেই ফিরতে যান জাতীয় দলে।

অমিত সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেটে অবির্ভাব হয়েছিলো উমর আকমলের। কিন্তু সেই সম্ভাবনার মৃত্যু হয়েছে অঙ্কুরেই। প্রায় চার বছর আগে পাকিস্তানের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা উমর এবার নিজে আবারো পারফর্ম করেই ফিরতে যান জাতীয় দলে। বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া উমর এবার আবারো পারফরম্যান্স দিয়েই ফিরতে চান পাকিস্তান দলে।

পাকিস্তানের এক স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উমর জানান, তাঁর মতে যারাই পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নিয়েছে প্রত্যেকের পারফরম্যান্সই তাদের হয়ে কথা বলেছে। তাই পাকিস্তানের জার্সি আবারো গায়ে জড়াতে চেষ্টার কোনো কমতি রাখবেন না বলেও জানান পাকিস্তানের হয়ে ২২১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটার।

উমর বলেন, ‘সব পারফর্মারাই নিজেদের প্রাপ্য জায়গাটা পেয়ে এসেছে পাকিস্তান দলে। আমি কঠোর পরিশ্রম করে যাব এবং ঈশ্বর চাইলে আমি আবারো পাকিস্তান দলে ফিরব। পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে যারা জাতীয় দলের জন্য কঠোর পরিশ্রম করছে তাদের প্রতি শুভকামনা রইলো। এই গরমেও খেলোয়াড়রা নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করছে।’

সামনেই শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামেও নাম দিয়েছেন উমর আকমল। যদিও নিলাম থেকে কোনো দলই তাঁর ওপর আগ্রহী হয়নি। তবে, হাল ছাড়ার পাত্র নন উকমল।

উমর বলেন, ‘আমি সালমান কাদির ক্রিকেট একাডেমিতে কঠোর ট্রেনিং করছি এবং ফিটনেসের প্রতিই প্রথমত মনযোগ দিচ্ছি। কারণ পারফরম্যান্সের জন্য এটিও খুব গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত আছি।

অবশ্য উমর আকমল ফিটনেস নিয়ে আগেও কাজ করেছেন। আর ফর্ম ছাড়াও তাঁর আচরণ জনিত সমস্যা আছে। তাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর দিকে এখন আর মুখ ফিরে তাকায় না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...