অপ্রত্যাশিত অবসর অধ্যায়

ক্রিকেট খেলাটা চলেছে, বসেছিলো টি-টোয়েন্টির বিশ্ব আসর। তাছাড়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালেই। তবে এত এত ইতিবাচকতার মাঝে খানিক মন খারাপের কারণ হয়েছে বেশ কিছু খেলোয়াড়দের অপ্রত্যশিত অবসর।

আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়, এই এক আশা বুকে বেঁধেই মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে। তেমন এক বছর হিসেবে ক্রিকেট ভক্তরা বেছে নিতে পারে ২০২১-কে। মহামারীর থাবায় যখন পুরো ক্রিকেট দুনিয়া থমকে গেলো তখন ভক্তরা নতুন এক সূর্যের আশায় বসেছিলো। নানানরকম বিধিনিষেধ মেনেই ২০২১ সালে পুরোদমে চলেছে ক্রিকেট। যদিও বছরের একটা বড় সময় ধরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিলনা।

তবুও ক্রিকেট খেলাটা চলেছে, বসেছিলো টি-টোয়েন্টির বিশ্ব আসর। তাছাড়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালেই। তবে এত এত ইতিবাচকতার মাঝে খানিক মন খারাপের কারণ হয়েছে বেশ কিছু খেলোয়াড়দের অপ্রত্যশিত অবসর। হঠাৎ করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে ক্রিকেটকে বিদায় জানানো খেলোয়াড়দের নিয়েই আজকের আলোচনা।

  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিতর্কের জন্ম দিলেও পরে নিজেই তা সামলে নেন ডি কক। কিন্তু অপ্রত্যাশিত এক সিদ্ধান্ত জানিয়ে অবাক করে দেন বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের।

২০২১ সালের ৩০ ডিসেম্বর তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলাকালীন সময়ে এই সিদ্ধান্ত জানান কুইন্টন ডি কক। পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছেন।

  • উন্মুক্ত চাঁদ (ভারত)

যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক ছিলেন উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে যুব বিশ্বকাপ এনে দেওয়া চাঁদ ২০২১ সালের আগস্টে অবসর নিয়ে নেন ভারতীয় ক্রিকেট থেকে। এই ঘটনাটা বেশ অবাকই করেছিল ভারতীয় ক্রিকেট দর্শক থেকে শুরু করে সবাইকে।

কেননা তাঁকে ভাবা হতো ভারতের আগামী দিনের কাণ্ডারি। তবে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর পরিকল্পনায় ক্রিকেট বাদ যায়নি। হয়ত অদূর ভবিষ্যতে তাঁকে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্য ক্রিকেট দলের জার্সিতে।

  • আসগর আফগান (আফগানিস্তান)

আফগানিস্তানকে বিশ্বমঞ্চে আরো সুপরিচিত করতে নামের শেষে আফগান শব্দ জুড়ে নিয়েছিলেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার আসগর আফগান। হঠাৎ করেই তিনি অবসরের ঘোষণা দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে তিনি তাঁর অবসরের ঘোষণা দেন।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিলো তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে তাঁর এমন অপ্রত্যাশিত অবসর বেশ খানিকটা ব্যথিতই করেছিলো আফগান ক্রিকেট সমর্থকদের।

  • মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞতম ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব কাঁধে রয়েছে তাঁর। কিন্তু সবাইকে চমকে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে তিনি অবসর নিয়ে নেন টেস্ট ক্রিকেট থেকে।

বেশ আলোচনা-সমালোচনা হলেও সাদা পোশাকে সাদামাটা ভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রিয়াদ। ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভের অবসরে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতেই হচ্ছে টেস্টের ব্যাটিং অর্ডার নিয়ে।

  • এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

এই তালিকায় বাকি সবাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবি ডি ভিলিয়ার্স বিদায় জানিয়েছেন সব ধরণের ক্রিকেটকে। ২০২১ এ না হলেও ২০২২ এর শুরুর দিকে এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান বিশ্ববাসীকে।

অবসর গ্রহণকালে তিনি বলেছিলেন ক্রিকেট খেলে তিনি আর আগের মত আন্দন্দ খুঁজে পাচ্ছিলেন না। অগ্যতা ক্রিকেটের অন্যতম সেরা একজন খেলোয়াড় তো বটেই একজন এন্টারটেইনারকে বিদায় জানালো ক্রিকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...