প্রস্তুতি ম্যাচের সময় ড্রেসিংরুমে ছিলেন না কোহলি

বিশ্বকাপ উপলক্ষে পুরো দল থিরুভানান্থাপুরামে হাজির হলেও ছিলেন না বিরাট কোহলি; এমনকি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময়ও ড্রেসিংরুমে দেখা যায়নি তাঁকে। তবে সেদিন রাতেই দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি, পরবর্তীতে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল রোহিত শর্মার বাহিনী।

বিশ্বকাপ উপলক্ষে পুরো দল থিরুভানান্থাপুরামে হাজির হলেও ছিলেন না বিরাট কোহলি; এমনকি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময়ও ড্রেসিংরুমে দেখা যায়নি তাঁকে। তবে সেদিন রাতেই দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি, পরবর্তীতে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল রোহিত শর্মার বাহিনী।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র অভ্যন্তরীণ সূত্রমতে, ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। তবে টিম ম্যানেজম্যান্টের অনুমতি নিয়েই ড্রেসিংরুম ছেড়েছিলেন তিনি। এছাড়া টিম ইন্ডিয়ার একজন জানিয়েছেন, ‘সে আমাদের সাথে সন্ধ্যায় (বুধবার) যোগ দিবে। এবং পরেরদিন চেন্নাইয়ের উদ্দেশ্যে ভ্রমণ করবে।’

যেহেতু বিরাট কোহলি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ছিলেন না, তাই বৃষ্টির বাধায় ম্যাচটা ভেসে না গেলে বিরাটকে ছাড়াই মাঠে নামতে হতো টিম ইন্ডিয়াকে। এর আগেও অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছিল একই কারণে। তাই বৈশ্বিক আসরে মাঠে নামার আগে নিজেদের যাচাই করার সুযোগ পায়নি ভারত।

বলাই যায়, টিম কম্বিনেশন কিংবা দলীয় দুর্বলতা জানার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে রোহিত শর্মাদের। যদিও এশিয়া কাপ জিতে ফেরা দলটির টিম কম্বিনেশন নিয়ে সমস্যা হওয়ার কথা নয় মোটেই।

অবশ্য বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সঙ্গে দেখা করতে হবে বিরাট কোহলিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিবেন এই তারকা। ‘অফ দ্য ফিল্ড’ কাজগুলো শেষ করেই চেন্নাইয়ে উপস্থিত হবেন তিনি।

আর সেখানেই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বিশ্বকাপের আয়োজক দেশটি। তবে শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না টিম ইন্ডিয়া, উদ্বোধনী ম্যাচ জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে আনতে বদ্ধ পরিকর রোহিত, সিরাজরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...