কোহলিকে দিতে হবে না জরিমানার টাকা!

এক দশক ধরে বয়ে চলা বিবাদে নতুন করে আগুন দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই দুই তারকা। মাঠের মধ্যে বাদানুবাদে জড়িয়ে খোয়াতে হয়েছে ম্যাচ ফির পুরো টাকাটাই। তবে জরিমানার টাকাটা পরিশোধ করতে হবে না বিরাটকে। তাঁর হয়ে এই জরিমানার টাকা আইপিএল কর্তৃপক্ষকে পরিশোধ করবে বিরাটের ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ঘটনার তিন দিন পেড়িয়েছে। কিন্তু কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে যেন আলোচনা কিছুতেই থামছে না। এক দশক ধরে বয়ে চলা বিবাদে নতুন করে আগুন দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই দুই তারকা। মাঠের মধ্যে বাদানুবাদে জড়িয়ে খোয়াতে হয়েছে ম্যাচ ফির পুরো টাকাটাই। তবে জরিমানার টাকাটা পরিশোধ করতে হবে না বিরাটকে। তাঁর হয়ে এই জরিমানার টাকা আইপিএল কর্তৃপক্ষকে পরিশোধ করবে বিরাটের ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের জন্য বিভিন্ন ধরণের শাস্তির বিধান রেখে আইপিএল গভার্নিং কাউন্সিল। আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফির ১০০% জরিমানা করা হয় বিরাট ও গম্ভীরকে। তাদের অপরাধকে লেভেল দুই এর অপরাধ বলে গণ্য করা হয়েছে। অন্যদিকে, লখনৌ পেসার নাভিন উল হককে লেভেল এক এর অপরাধ গণ্য করে তাকে ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে।

এখন প্রশ্ন হলো কোহলিদের ম্যাচ ফি আসলে কত টাকা? আন্তর্জাতিক ম্যাচের মত আইপিএলে ম্যাচ ফি নির্দিষ্ট নয়। আইপিএলে একেক খেলোয়াড়ের ক্ষেত্রে ম্যাচ ফি একেক রকম।

ম্যাচ ফি নির্ভর করে কোনো খেলোয়াড়কে নিলাম থেকে কত দামে কেনা হলো কিংবা কোনো খেলোয়াড়কে যদি ফ্রাঞ্চাইজি ধরে রাখে তাহলে মৌসুম প্রতি তাঁর পারিশ্রমিক কত। সেই মূল্যের ওপর ভিত্তি করে ওই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবে তার ওপর নির্ভর করে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি।

কোহলিকে প্রতি মৌসুমে পারিশ্রমিক বাবদ ১৫ কোটি রুপি দিয়ে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর প্রতি মৌসুমে প্রতিটি ফ্রাঞ্চাইজিই অন্তত ১৪ টি করে ম্যাচ খেলবে। সেই হিসেবে বিরাটের ম্যাচ ফি দাঁড়ায় প্রায় এক কোটি সাত লক্ষ রুপি। কিন্তু ব্যাঙ্গালুরু যদি প্লে অফে খেলে সে ক্ষেত্রে ম্যাচ সংখ্যা বাড়ায় ম্যাচ ফি কিছুটা কমবে বিরাটদের।

তবে ম্যাচ ফি এক কোটি রুপি বা এর কম-বেশি যাই হোক না কেন সেটা বিরাটকে পরিশোধ করতে হবে না। বিরাটের হয়ে সেটি পরিশোধ করবে তাঁর ফ্রাঞ্চাইজি। ব্যাঙ্গালুরুর এক কর্মকর্তা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘খেলোয়াড়দের দলের জন্য নিজেকে উজাড় করে দেয় এবং এ বিষয়টিকে আমরা সম্মান করি এবং আমাদের দলের সংস্কৃতি অনুযায়ী আমরা কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক থেকে অর্থ কেটে রাখি না।’

এর মানে দাঁড়ায় বিরাটকে কোনো জরিমানা দিতে হচ্ছে না। শুধু বিরাটই নয়, মৌসুমজুড়েই কোনো খেলোয়াড়কে জরিমানা করা হলে সেই জরিমানা বহন করবে ফ্রাঞ্চাইজিটি। তবে শুধু ব্যাঙ্গালুরু নয়, এই রীতি আছে আইপিএলের অন্যান্য ফ্রাঞ্চাইজিতেও। খেলোয়াড়দের হয়ে জরিমানা পরিশোধ করে থাকে ফ্রাঞ্চাইজি গুলো।

যদিও গৌতম গম্ভীরের ক্ষেত্রে জিনিসটা এমন নয়। কারণ লখনৌর মেন্টর হিসেবে কাজ করছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা গম্ভীর। লখনৌর থেকে কত পারিশ্রমিক পান তিনি সেসব জানারও কোনো রাস্তা নেই। তবে যতটুকু জানা যাচ্ছে, জরিমানার অর্থ যাই হোক না কেন, গম্ভীর ও নাভিন উল হকের জরিমানা পরিশোধ করবে লখনৌ ফ্রাঞ্চাইজি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...