টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সুরিয়াকুমার যাদবের ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দূর্দান্ত এক শতকের সাহায্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের জয় এনে দেন তিনি।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটারের এটা ষষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে তার উপর আছেন শুধু দুইজন। তারা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, যাদের যথাক্রমে নয়টি ও আটটি টি-টোয়েন্টি শতক আছে।
যদিও, টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরিয়া চার নম্বরে ব্যাট করবেন। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন তিনে। এটা তাঁর ফর্মে কোন পার্থক্য করে কিনা তা দেখার বিষয়।
এজন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্রায়ান লারা বিরাটকে চারে নামিয়ে সুরিয়াকে তিনে খেলানোর পরামর্শ দেন। লারার উপদেশ বর্তমান দৃষ্টিভঙ্গিতে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে তিনি বিশ্বাস করেন যে দলের সেরা ব্যাটসম্যানকে সর্বোচ্চ বল খেলতে দেওয়া উচিৎ।
তিনি বলেন, ‘আমার একটা পরামর্শ আছে, জানিনা তোমরা তা পছন্দ করবে কি না তবে আমার মতে সুরিয়াকে তিন নম্বরে ব্যাট করানো বুদ্ধিমানের কাজ হবে। আপনি স্যার ভিভের মতো প্লেয়ারের কাছে শুনতে পারেন, তিনি যতটা সম্ভব দ্রুত মাঠে যেতে চাইতেন। আমি সুরিয়ার ব্যাপারেও একই মত প্রকাশ করব, যতো দ্রুত সম্ভব তাকে মাঠে পাঠানো দরকার।’
একটু ব্যাখ্যা করে লারা আরও বলেন, ‘সে একজন ওপেনার নয়, সে যদি দ্রুত ক্রিজে যায় এবং ১০-১৫ ওভার পর্যন্ত থাকে তাহলে সবাই জানি কি হবে। যদি তোমরা প্রথমে ব্যাট কর তাহলে সে তোমাদের একটি অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে যাবে, আর যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট কর তবে সে তোমাদের ম্যাচ জিতিয়ে দিয়ে আসবে। যে করেই হোক তাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া উচিৎ।’
ভারতের হয়ে সুরিয়া সাধারণত চার নম্বরেই ব্যাট করে থাকে যেখানে ৩৫ ইনিংসে ৫০ গড়ে ১৪০২ রান করেছেন তিনি। তবে ২০২২ বিশ্বকাপের পর কোহলি টি-টোয়েন্টি থেকে এক বছরের বিশ্রাম নিলে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান সুরিয়া।
তিনি এখানে খুব একটা খারাপ করেননি তিনি, ১৪ ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটির সাহায্যে ৪০ ছুই ছুই গড়ে ৪৭৯ রান করেছেন। তবে, কোহলি দলে ফিরে আসায় তিনি তার চেনা তিন নম্বর পজিশনেই খেলতে চাইবেন। সুরিয়া চলে যাবে চারে।
আবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কোহলিকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাও থাকতে পারে। যদিও, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মার ল্যাফট-রাইট কম্বিনেশন ঠিক রেখে সুরিয়াকে তিনে খেলানোই হতে পার আদর্শ ব্যাটিং লাইন আপ।