পর্তুগিজ কোচ জোসে মোরিনহো একবার বলেছিলেন, ‘ফুটবলে অনেক ফিলোসফার রয়েছেন, কিন্তু ফিলোসফি ট্রফি জেতায় না’।
দিনশেষে গোল বলের খেলায় শিরোপাই শেষ কথা। দিনশেষে শিরোপা না জিতলে সমর্থক-দর্শক সবার কাছেই কথাটা অদ্ভুত শোনালেও সত্যি। ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী কোচ মার্সেলো বিয়েলসা, অথচ তাঁর পুরো ক্যারিয়ারে ছোঁয়া পাননি কোনো শিরোপার। হাঙ্গেরির ম্যাজিকাল ম্যাগিয়ার্স কিংবা আশির দশকের ব্রাজিলের বিখ্যাত দল; কারোরই জুটেনি শিরোপার স্বাদ। কিন্তু আজকের গল্প ফুটবলারদের নিয়ে। যাদের ভাগ্যে কখনও জুটেনি দলীয় শিরোপা ছোঁয়ার সৌভাগ্য।
- হ্যারি কেইন
এই তালিকার সবচেয়ে বড় নাম সম্ভবত ইংলিশ সুপারস্টার হ্যারি কেইন। ১২ বছর ধরে ইংলিশ ফুটবলের নিয়মিত তারকা কেইন। গত ৬-৭ বছর ধরে সেরা ইংলিশ স্ট্রাইকারের তকমাটাও তার গায়ে। প্রিমিয়ার লিগের সেরা গোলস্কোরার হয়েছেন, সেরা খেলোয়াড়ও হয়েছেন। এমনকি বিশ্বকাপের সেরা গোলস্কোরারও হয়েছেন। কিন্তু দলগত শিরোপার ধারে কাছেও যেতে পারেননি তিনি। মোট ৫ টি ক্লাবের হয়ে ৩৯৬ ম্যাচ খেলেও একটি দলীয় শিরোপাও জিততে পারেননি তিনি।
- রাজা নাইনগোলান
বেলজিয়ান হলেও রাজা নাইনগোলানের পুরো ক্যারিয়া কেটেছে ইতালিতে। ১৭ বছর বয়সেই তাকে ইতালিয়ান তৃতীয় বিভাগের দলে যোগ দেন তিনি। সেখান থেকে এখন পর্যন্ত ইতালিয়ান ক্লাবেই নিজের ক্যারিয়ারকে সাজিয়েছেন রাজা। কিন্তু ইতালিয়ার বড় বড় ক্লাবে খেলেও শিরোপার দেখা পাননি তিনি। ক্যালিয়ারি, রোমা এবং ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেও শিরোপার ছোঁয়া পাননি তিনি।
- দিমিত্রি পায়েত
এই লিস্টে দিমিত্রি পায়েত সবচেয়ে কম জনপ্রিয় খেলোয়াড়। পুরো ক্যারিয়ারে তেমন বড় দলে খেলার সৌভাগ্য হয়নি তাঁর। ফ্রেঞ্চ লিগের ছোট বড় ক্লাবেই তাঁর ক্যারিয়ার গড়া। কিন্তু সবার নজর কেড়েছিলেন ২০১৬ ইউরোতে। পগবা-পায়েত জুটি ফ্রান্সকে তুলেছিল ইউরোর ফাইনালে। এমনকি চোটের কারণে মাঠ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর ফাউলও করেছিলেন এই পায়েতই। সে কারণেই কীনা তাঁর ভাগ্যে শিরোপা আর তুলে ধরা হয়নি। ইউরোতে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এমনকি ২০১৭-১৮ মৌসুমে ইউরোপা লিগের ফাইনাল খেলেও সন্তুষ্ট থাকতে হয়েছে রৌপ্য পদক নিয়ে। ২০১৮ বিশ্বকাপের আগে কোচের সাথে রেশারেশিতে বাদ না পরলে হয়তো এই তালিকায় জায়গা করে নিতে হতো না তাকে।
সামির হান্দানোভিচ
বর্তমান বিশ্বের কয়েকজন আন্ডাররেটেড গোলরক্ষকের নাম বলা হয়ে থাকলে প্রথমদিকে নাম আসবে তার। ইন্টার মিলানের ৩৬ বছর বয়সী গোলরক্ষক ফুটবল খেলছেন প্রায় ১৮ বছর ধরে। কিন্তু এতোদিনেও কোনো শিরোপার দেখা পাননি স্লোভেনিয়ান গোলরক্ষক। যদিও গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে পৌছেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শিরোপার দেখা পাননি তিনিও। ক্যারিয়ারে প্রায় ৭০০ এর উপর ম্যাচ খেলে ফেললেও এখনও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার। তবে ক্যারিয়ার শেষ করার আগে খুব সম্ভবত তা পেয়ে যাবেন বলেই আশা করা যায়।
- অ্যান্তোনিও দি নাতালে
লিস্টের শেষ তারকা হচ্ছেন ইতালিয়ান স্ট্রাইকার অ্যান্তোনিও দি নাতালে। প্রায় ২০ বছর ইতালিয়ান লিগের দুই দলে খেলেও শিরোপার দেখা পাননি তিনি। তার শিরোপা না পাওয়াটা তার দূর্ভাগ্য বলেও ধরা যায়। টট্টির ইঞ্জুরির কারণে তাকে দলে নেওয়ার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত টট্টি ঠিকসময়ে দলে ফিরলে তার আর বিশ্বকাপজয়ী দলে জায়গা হয়নি। কিন্তু বিশ্বকাপের পরেই ইতালির হয়ে অভিষেক হয় তার। কিন্তু ২০১২ ইউরোতে ফাইনালে পৌঁছেও তার জেতা হয়নি শিরোপা। পুরো ক্যারিয়ারে এম্পোলি ও উদিনিসের হয়ে খেলে শিরোপার দেখা পাওয়া সম্ভব ছিল না কখনই। শেষ পর্যন্ত টট্টি পরবর্তী ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার ক্যারিয়ার শেষ করেছেন কোনো শিরোপা ছাড়াই।