কেকেআর দলে বাঙালি নেই কেন!

কেকেআর দলে বাঙালি নেই কেন? - খুবই শোনা একটা তর্ক। আমি আজ অবধি বুঝিনা ঠিক কি রকম বাঙালিকে ওরা বাঙালি মনে করে। আরসিবি দলের হয়ে শাহবাজ আহমেদ, আকাশদীপ সিং খেলছেন। দুজনেই রঞ্জিতে ‘বাংলা’ দলের হয়ে খেলে। ওদেরকে আরসিবি সুযোগ দিয়েছে অথচ কেকেআর কেন দেয়নি, তা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা নিউজ আর্টিকেল বের হতে দেখলাম। মজার ব্যাপার জাতিগত দিক থেকে ওদের দুজনের কেউই বাঙালি নয়। একজন বিহারের, অপরজন হরিয়ানার।

কেকেআর দলে বাঙালি নেই কেন? – খুবই শোনা একটা তর্ক। আমি আজ অবধি বুঝিনা ঠিক কি রকম বাঙালিকে ওরা বাঙালি মনে করে। আরসিবি দলের হয়ে শাহবাজ আহমেদ, আকাশদীপ সিং খেলছেন। দুজনেই রঞ্জিতে ‘বাংলা’ দলের হয়ে খেলে। ওদেরকে আরসিবি সুযোগ দিয়েছে অথচ কেকেআর কেন দেয়নি, তা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা নিউজ আর্টিকেল বের হতে দেখলাম। মজার ব্যাপার জাতিগত দিক থেকে ওদের দুজনের কেউই বাঙালি নয়। একজন বিহারের, অপরজন হরিয়ানার।

রঞ্জিতে দলটির নাম ‘বাংলা‘ কিংবা ‘Bengal’. সেখানে বাইরের রাজ্য থেকে আসা আকাশদীপ এবং শাহবাজ খেললে কারুর কোনো সমস্যা নেই। উল্টে তাদেরকে সবাই বাঙালি বলে দাবী করা শুরু করে। অথচ নাইট রাইডার্স দলটার সাথে বাংলা শব্দটাও জুড়ে নেই, এটি কলকাতা শহরটাকে রিপ্রেজেন্ট করছে মাত্র। সেখানে বাঙালি কেন নেই সেটা নিয়ে সমস্যা।
আপনি বলবেন মোহাম্মদ শামি কেকেআরের হয়ে খেলেছে, শামি তো বাংলার হয়ে রঞ্জি খেলত। ওরা বলবে শামি তো বাঙালি নয়। অথচ তারাই বলে শাহবাজ আহমেদ, আকাশদীপরা নাকি বাঙালি।

আপনি ভীষণ অবাক। আপনি মাথায় হাত দিয়ে বলবেন, সেই হিসাবে তো গত বছরও সাকিব আল হাসান খেলল। সে তো জাতিগত দিক থেকে বাঙালি। ওরা বলবে সাকিব বাংলাদেশি। ভারতীয় বাঙালি চাই।

আপনার পাগল পাগল অবস্থা। আপনি বলবেন এই বছর কেকেআরের হয়ে অনুকূল রয় খেলছেন। তিনি জাতে ভারতীয় বাঙালি। অনুকূলের বোনের নাম পূজা আর স্মৃতি, ভাইয়ের নাম অভিষেক। কেকেআরে বাঙালি রয়েছে তো। ওরা বলবে অনুকূল রায় তো রঞ্জিতে বাংলার হয়ে খেলেনা।

আপনি কিছুতেই বুঝতে পারবেন না, ওদের আসলে কাকে চাই। যদি বাঙালির নাম বলেন, ওরা বলবে সে কেন বাংলার হয়ে খেলে না। যদি বাংলার হয়ে খেলা প্লেয়ারের নাম বলেন, ওরা বলবে সে তো বাঙালি নয়।

আপনি কিছুতেই তর্কে জিততে পারবেন না। দেখবেন সামনের বাঙালিপ্রেমী মানুষটা সামান্য আইপিএলকে কেন্দ্র করে আপনাকে উত্তাল খিস্তি মারছে। আপনি বুঝতে পারবেন না, যার বাঙালির প্রতি এত ভালোবাসা সে আরেক বাঙালিকে কিভাবে গালিগালাজ করতে পারছে।

আপনি বুঝতে পারবেন, ওদের এমন এক বাঙালি চাই, যে জাতিতে বাঙালি হবে, যে রঞ্জিতে বাংলার দলের হয়ে খেলবে, যার বাড়ি কলকাতায় হতে হবে, যার শরীরে বাংলাদেশের ডিএনএ থাকলে চলবে না। আপনি “ধুত্তর” বলে মোবাইলটাকে সরিয়ে রেখে পড়তে বসবেন কিংবা অফিসের কাজ করবেন।

হ্যাঁ, ওটাই করুন। আইপিএল নিয়ে অযথা ক্যাচালে জড়াবেন না। ইতিহাস সাক্ষী আছে, ওতে আজ অবধি কেউ জিততে পারেনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...