যে কারণে অনুশীলনে নেই রিয়াদ

বাকি আট ক্রিকেটারকে রোজ পাওয়া গেলেও রিয়াদের কোনো খবর নেই। এমনকি গত ১০ আগস্টের পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেও দেখা যায়নি তাঁকে।

এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা নয় জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সাথে থাকার কথা মাহমুদউল্লাহ রিয়াদেরও।

কিন্তু, তিনি ক্যাম্পে আসছেন না। বাকি আট ক্রিকেটারকে রোজ পাওয়া গেলেও রিয়াদের কোনো খবর নেই। এমনকি গত ১০ আগস্টের পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেও দেখা যায়নি তাঁকে। ১২ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়, যেখানে জায়গা হয়নি রিয়াদের।

সম্প্রতি ভারতের ভিসা করার জন্য বিসিবির তরফ থেকে ভিসা সেন্টারে পাঠানো হয় ক্রিকেটারদের। সেখানে এশিয়া কাপের স্কোয়াড ও বিশেষ ক্যাম্পে থাকা সবাই গেলেও যাননি কেবল রিয়াদ। কেন?

তাহলে কি জাতীয় দলের আশা ছেড়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক? আক্ষেপ বুকে নিয়ে ক্রিকেটটাকেই বিদায় বলে দিলেন? এমন প্রশ্ন উঠছিল চারপাশে।

তবে, ক্রিকেট অপরারেশন্স কমিটি জানাল ভিন্ন কথা। তাঁরা জানিয়েছে, অসুস্থ মায়ের পাশে থাকতেই রিয়াদ অনুশীলনে থাকছেন না। রিয়াদ এখন অবস্থান করছেন ময়মনসিংহে, সময় দিচ্ছেন অসুস্থ মা-কে। দ্রুতই আবারও অনুশীলনে ফিরতে চান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...