শাহরুখের দাম কেন মোটে ২০ লাখ!

আগের আসরে আইপিএলে প্রথমবার ৫.২ রুপিতে পাঞ্জাব কিংস কিনে নেয় শাহরুখকে। এরপর সবশেষ বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলিতে দুর্দান্ত পারফরম করেন এই তরুণ তুর্কি। তবুও শাহরুখের নাম মাত্র ২০ লাখ রুপির ক্যাটাগরিতে থাকায় অবাক হয়েছেন অনেকেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে সামনে রেখে সম্প্রতি নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। অবাক করা ব্যাপার হলো সেই তালিকায় আগের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলা শাহরুখ খান আছেন মাত্র ২০ লাখ রুপি ক্যাটাগরিতে।

আগের আসরে আইপিএলে প্রথমবার ৫.২ রুপিতে পাঞ্জাব কিংস কিনে নেয় শাহরুখকে। এরপর সবশেষ বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলিতে দুর্দান্ত পারফরম করেন এই তরুণ তুর্কি। তবুও শাহরুখের নাম মাত্র ২০ লাখ রুপির ক্যাটাগরিতে থাকায় অবাক হয়েছেন অনেকেই।

আইপিএলের নিলামে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যদি কোনো খেলোয়াড় মনে করেন তিনি এর চেয়ে বেশি মূল্যে বিক্রি হবেন বা তাঁর প্রতি ফ্র‍্যাঞ্চাইজিগুলো দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে ওই ক্রিকেটার নিজের নাম সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে দিয়ে থাকেন। অপরদিকে, আইপিএলে দল পাওয়াটাই যাদের জন্য মূল লক্ষ্য তারাই সাধারণত ২০ লাখ রুপির ক্যাটাগরিতে নাম দিয়ে থাকেন।

আর সর্বনিম্ন ক্যাটাগরির খেলোয়াড়দের স্বভাবতই নিলামে অপেক্ষাকৃত কম মূল্য উঠে অন্য ক্রিকেটারদের তুলনায়! গত আসরে শাহরুখের পারফরম্যান্স ও চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে তাঁর নজরকাঁড়া ব্যাটিংয়ে নিঃসন্দেহে বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি নিলামে তাঁকে দলে ভেড়াতে চেষ্টা করবে।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দেওয়ার সুযোগ থাকলেও সর্বনিম্ন ক্যাটাগরিতে নাম থাকার পেছনেও অবশ্য বড় কারণ আছে। আইপিএলের প্রথাগত নিয়মের কারণেই মূলত ২০ লাখ রুপির চেয়ে বেশি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দিতে পারবেন না শাহরুখ।

আইপিএলের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন সব ভারতীয় ক্রিকেটারের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি ধরা হয়। তাই নিয়মের গ্যাড়াকলে শাহরুখ কিংবা জাতীয় দলে অভিষেক হয়নি এমন কেউই এর চেয়ে বেশি ভিত্তিমূল্যে ক্যাটাগরিতে নিজের নাম দিতে পারবেন না।

শুধু শাহরুখই নয়, দিল্লী ক্যাপিটালসের পেসার আবেশ খানও আছেন একই তালিকায়। গেলো বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই সুযোগ পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত না হওয়ায় তাই নিয়ম মেনে আবেশকে ২০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতেই থাকতে হচ্ছে।

অবশ্য এই দুই তরুন তারকার ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে আসন্ন আইপিএলের নিলামে একাধিক ফ্র‍্যাঞ্চাইজি তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করবে এমন সম্ভাবনাই বেশি।

আগামি ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএলের ১৫তম আসরের নিলাম অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই নিলামে দেশী ও বিদেশী সহ মোট ১২১৪ জন ক্রিকেটার নিজের নাম লিপিবদ্ধ করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...