ভীষণ দু:সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া – কুমফু পান্ডিয়া থেকে সোজা ছাপড়ি পান্ডিয়া। সময়টা একদমই পান্ডিয়ার পক্ষে কথা বলছে না। তাঁরই অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে প্রথম তিনটি ম্যাচ। মুম্বাইয়ের দর্শকরা এখন দু:স্বপ্নেও হার্দিককে চাচ্ছে না। তাই তো প্রশ্ন উঠেছে, আবারো কি দর্শকদের মন জয় করতে পারবেন ভারতের এই অলরাউন্ডার?
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ছয় উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে এটি তাদের তিন নাম্বার হার। হারের পর হার্দিক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আপনাদের অবশ্যই একটা বিষয় জানা উচিত যে আমরা কখনোই হাল ছেড়ে দিব না। আমরা চেষ্টা চালিয়ে যাব।’
এবারের আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট হার্দিককে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে আবার ফিরিয়ে আনে। রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে করা হয় অধিনায়ক। এসব অপ্রত্যাশিত ঘটনা মুম্বাইয়ের দর্শকরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই তো হার্দিকের মুখ থেকে ‘আমরা চেষ্টা চালিয়ে যাব’ কথাটি দর্শকদের কাছে হাস্যকরই মনে হয়ছে।
পর পর তিনটি ম্যাচ হারার পরে বোঝাই যাচ্ছে মুম্বাইয়ের দর্শকদেরকে হার্দিকের পাশে প্রয়োজন। কেননা, ওয়াংখেড়ের দর্শকরা প্রায়ই দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করেছে। হারতে থাকা ম্যাচগুলোতে দলকে উজ্জীবিত করেছে।
ঘরের মাঠে মুম্বাইয়ের আরো তিনটি ম্যাচ রয়েছে। রবিবার দিল্লী ক্যাপিটালস, ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গলুরু এবং ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের সাথে ওয়াংখেড়েতে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল। যদি তাঁর তিনটি ম্যাচেই জিততে পারে তবে প্লে-অফে খেলার আশা থাকবে। তবে সেজন্য হার্দিককে সাবেক অধিনায়ক রোহিত শর্মার শরণাপন্ন হতে হবে।
আসরের শুরু থেকেই তাদের মাঝে তেমন কোনো যোগাযোগ করতে দেখা যায়নি। মুম্বাইকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে রোহিত শর্মাসহ, বোলিং কোচ লাসিথ মালিঙ্গা , ব্যাটিং কোচ কিরণ পোলার্ড সবাইকেই এগিয়ে আসতে হবে। পাশে দাঁড়াতে হবে হার্দিক পান্ডিয়ার।
দর্শক যদি তাদের মাঝে স্বাভাবিক সম্পর্ক দেখতে পায়, তবে হার্দিকের উপর থেকে তিরস্কারের মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়ার ২১ বলে ১৬১.৯১ স্ট্রাইক রেটে ৩৪ রানের ইনিংসটি তাঁর সকল তিরস্কারকে উৎসাহে পরিণত করেছিল। আর দর্শকরা এটাই চায়। এভাবেই হার্দিক পান্ডিয়া দর্শকদের মনে আবারও জায়গা করে নিতে পারেন।