বিশ্বকাপ কি ওয়ানডে ক্রিকেটকে বাঁচাতে পারবে?

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কতটা নিশ্চিত? এ নিয়ে প্রশ্ন, ধোঁয়াশা কিংবা আলোচনার সূত্রপাত হয়েছিলে এবারের বিশ্বকাপ শুরুর আগেই। প্রায় দেড়মাসের ক্রিকেট যজ্ঞ শেষের পর সেটি নিয়ে শঙ্কা, সম্ভাবনা- দুটোই থাকছে। ওয়ানডে বিশ্বকাপ কি তবে পঞ্চাশ ওভার ক্রিকেটের আবেদন বাড়াতো পারলো?

এবারের বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন প্রায় ৯২ হাজার দর্শক। তাছাড়া এবারের বিশ্বকাপ দিয়ে অনেক রেকর্ডের স্বাক্ষী হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। বিরাট কোহলি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক ছুঁয়েছেন। তুলনামূলক খর্বশক্তির দলও চমক দিয়েছে এবারের বিশ্বকাপে। নেদারল্যান্ডস হারিয়েছে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকাকে।

ও দিকে আগের দুই বিশ্বকাপ মিলিয়ে যাদের সঙ্গী ছিল মাত্র ১ টি জয়, সেই আফগানিস্তান এবার শেষ পর্যন্ত ছিল সেমির লড়াইয়ে। এবারের এক আসরেই তাঁরা পেয়েছে ৪ জয়। যার মধ্যে প্রথমবারের মতো তাঁরা বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো বিশ্বকাপজয়ী দলগুলোকে।

এ ছাড়া আফগানদের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা অজিদের শেষ পর্যন্ত জয়ের দৃশ্য তো সবার চোখে লেগে আছে। আর সে দৃশ্যপটে ২০১ রানের নায়কোচিত ইনিংস খেলে এক প্রকার ইতিহাসেরই অংশ হয়ে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

সব মিলিয়ে বরাবরের মতোই এবারের বিশ্বকাপও দারুণ সব ম্যাচের স্মৃতিচিহ্ন রেখেই শেষ হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বিশ্বকাপ কি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ বদলাতে পারবে?

বিশ্বকাপের আগে এমসিসির নবনির্বাচিত সভাপতি মার্ক নিকোলাস বলেছিলেন, ওয়ানডে শুধু বিশ্বকাপেই খেলা হোক। তাঁর ভাষ্যমতে, ওয়ানডে শুধু বিশ্বকাপেই মাঝে আটকে থাকুক। অনেক দেশেই এখন গ্যালারি ভরছে না। আর টি-টোয়েন্টি ক্রিকেট এখন অন্য পর্যায়ে চলে গেছে।

এবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘বিশ্বকাপের ইতিহাস সমৃদ্ধ। আমি নিশ্চিত, এটা আরও অনেক দিন থাকবে। অনেক ভালো ম্যাচ হয়েছে। আর তাতে দারুণ সব মুহূর্তও তৈরি হয়েছে। তাই আমার মনে হয়, অবশ্যই বিশ্বকাপের জায়গা সবসময়ই আছে।’

তবে অজি এ অধিনায়ক শুধু বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ তাঁর ভাবনাটা মিশ্রই ছিল। এ নিয়ে তিনি বলেন, ‘এটা বলা কঠিন। হয়তো আমরা জিতেছি, তাই। তবে এই বিশ্বকাপে আবারও ওয়ানডে ক্রিকেটের প্রতি ভালো লাগা শুরু হয়েছে।’

সমস্যা হলো, এবারের বিশ্বকাপে যেমন সুপার লিগের গণ্ডি পেরিয়ে দলগুলোকে বিশ্বকাপ নিশ্চিত করতে হয়েছে, তেমনটি আর থাকছে না। পরের ওয়ানডে বিশ্বকাপের দলগুলো নিশ্চিত করতে আইসিসি ফিরে যাবে নিজেদের র‍্যাংকিং প্রথায়। কিন্তু এমন পুরনো কাঠামোতে ফিরে যাওয়া নিয়ে আপত্তি আছে অনেক বোর্ডের।

তাই এখন পর্যন্ত পরের বিশ্বকাপের কিছু ব্যাপার নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। একই সাথে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও থেকে যাচ্ছে শঙ্কা। আর এই অনিশ্চয়তা, শঙ্কাগুলোর উত্তরণ কবে নাগাদ ঘটবে সেটিও আপাতত অজানাই থাকছে। যদিও সুপার লিগ, র‍্যাংকিং সিস্টেমের এই দ্বিধা এড়াতে খুব শিগগিরই বোর্ড সভায় বসবে আইসিসি। সেখানেই হয়তো ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যতের কিছুটা পূর্বাভাস মিলবে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link