Social Media

Light
Dark

যুবরাজের বাবার মানসিক সমস্যা আছে?

এই ব্যাপারে একবার কথা বলার সময় যোগরাজ বলেছিলেন, ‘আমি এমএস ধোনিকে কখনও ক্ষমা করব না। তাঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। সে অনেক বড় মাপের ক্রিকেটার; কিন্তু আমার ছেলের বিপক্ষে যেসব করেছে সে, সেসব এখন সবার সামনে আসছে। এটা কখনোই ক্ষমা করা যায় না।’

২৮ বছরের অপেক্ষা শেষে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তখন উইকেটে ছিলেন দেশটির অন্যতম সেরা দুই ম্যাচ উইনার – মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ সিং। তবে তাঁদের দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নেতিবাচক আলোচনা সবসময়ই চলমান আছে ক্রিকেটাঙ্গনে। সেটাই আরও উস্কে দিয়েছিলেন যুবরাজের বাবা যোগরাজ সিং, তিনি ধোনিকে কখনও ক্ষমা না করার ঘোষণা দিয়েছিলেন।

ads

যদিও বাবার এমন মন্তব্যে খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন ভারতীয় অলরাউন্ডার। একাধিকবার এসব নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে তাঁকে। শেষমেশ তাই মুখ খুলেছেন তিনি; জানিয়ছেন তাঁর বাবার মানসিক কিছু সমস্যা রয়েছে।

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রনবীর আল্লাবাদিয়ার একটি পডকাস্টে যুবরাজ বলেন, ‘আমার যতটুকু মনে হয়, বাবার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। কিন্তু তিনি সেটা মেনে নিবেন না। আমার মতে, কয়েকটা ব্যাপার বাবার বোঝা উচিত, কিন্তু তিনি শুনতে চান না।’

ads

২০০৭ সালে রাহুল দ্রাবিড় অধিনায়ক থাকার সময়ে সহ-অধিনায়ক ছিলেন এই বাঁ-হাতি। কিন্তু তাঁকে বাদ দিয়ে হুট করে দ্রাবিড়ের আসনে বসানো হয় মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়কত্বের এই নাটকীয়তা থেকেই শুরু হয় দু’জনের মন কষাকষি; যদিও ক্রিকেটের মাঠে সেটার প্রভাব পড়তে দেননি তাঁরা কেউই।

এই ব্যাপারে একবার কথা বলার সময় যোগরাজ বলেছিলেন, ‘আমি এমএস ধোনিকে কখনো ক্ষমা করব না। তাঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। সে অনেক বড় মাপের ক্রিকেটার; কিন্তু আমার ছেলের বিপক্ষে যেসব করেছে সে, সেসব এখন সবার সামনে আসছে। এটা কখনোই ক্ষমা করা যায় না।’

দুই মহারথীর জীবন পথ এখন অবশ্য পুরোপুরি ভিন্ন। ক্রিকেট ক্যারিয়ার শেষ করে যুবরাজ এখন উপভোগ করছেন, অন্যদিকে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো আইপিএল খেলছেন নিয়ম করে।

Share via
Copy link