তিন ম্যাচের একটাতেও জয় নেই। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে পাঁচদিনেই বাইরে। হতশ্রী পাকিস্তানের দশা। সাহায্যের হাত বাড়াতে চান খোদ যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি দাবি করলেন, পাকিস্তান দলকে আমূল বদলে ফেলতে পারেন তিনি।
সাথে তিনি সতর্ক করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদেরও। বক্তৃতা নয়, মাঠে নেমে দেখান – পাক কিংবদন্তিদের একহাত নিলেন যোগরাজ সিং! পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে তিনি দলটির দায়িত্ব নিতে রাজি আছেন।
নিজের কোচিং দর্শন নিয়েও স্পষ্ট বার্তা দিলেন যোগরাজ। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেটের আমূল পরিবর্তন আনতে তাঁর মাত্র এক বছর লাগবে!
তিনি বলেন, ‘আমি যদি পাকিস্তানে যাই, তাহলে এক বছরের মধ্যেই সব বদলে দেব। তখন সবাই আমাকে মনে রাখবে। আমি দিনে ১২ ঘণ্টা অনুশীলন করাই। ক্রিকেট শুধু খেলা নয়, আবেগের বিষয়। যদি ক্রিকেটকে সত্যিই ভালোবাসেন, তাহলে মাঠে আসুন, কথা কম বলুন, কাজ বেশি করুন।’
ওয়াসিম আকরাম বা শোয়েব আখতারদের মত সাবেক ক্রিকেটারদের দায়িত্ব কী হওয়া উচিত, সেটাও বুঝিয়ে দিলেন যোগরাজ। পাকিস্তানের কিংবদন্তিদের বার্তা দিয়ে বললেন, ‘আমাদের দেশে কেউ কখনও প্রকাশ্যে জাতীয় দলকে ছোট করে না। কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আসল কাজ। আর তোমরা কী করছ? শুধু গালাগাল দিচ্ছ। এটা দলের আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছে।’