প্রথম ইনিংসে জাকিরের প্রথম ফিফটি

ক্যারিয়ারের ব্যপ্তি খুব একটা বিস্তৃত নয়। মোটে সাতটি টেস্ট খেলেছেন তিনি। তবে এরই মধ্যে জাকির হাসান নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন সাদা পোশাক গায়ে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্টে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। যার শুরুটা হয় জাকির হাসানের পতনের পর। এর আগে তিনি যেন রীতিমত ছিলেন ঢাল হয়ে।

জাকির হাসানের সাদা পোশাকে অভিষেক ঘটেছিল ভারতের বিপক্ষে। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন শতক। নিজের অভিষেক ম্যাচে শতক হাঁকিয়ে সম্ভাবনার আগুনকে করেছিলেন দ্বিগুণ। তাতে করে তার প্রতি প্রত্যাশাও বেড়ে গিয়েছিল বহুগুণে।

সেখানেই মূলত সমস্যার উৎপত্তি। তিনি এরপর যে খারাপ খেলেছেন, বিষয়টি  তেমনও নয়। সেই শতকের পর আরও তিনটি অর্ধ-শতক করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে করা অর্ধ-শতক তার ক্যারিয়ারের চতুর্থ। সাত টেস্টে পাঁচটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে ফেলা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ বড় বিষয়।

তবে একটা আক্ষেপ অবশ্য ছিল জাকিরের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে কোন টেস্টের প্রথম ইনিংসে তিনি নিজের নামের পাশে রান বড় করতে পারেননি। চট্টগ্রাম টেস্টের আগে খেলা ম্যাচের প্রথম ইনিংসে জাকিরের সর্বোচ্চ রান ছিল ২০।

তবে সেই আক্ষেপ অন্তত তিনি ঘোচাতে পারলেন। অবশেষে প্রথম ইনিংসে একটু খানি বড় হয়েছে জাকিরের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। ১০৪ বলের ইনিংসটিতে তিনি দৃঢ়তার পরিচয়ই দিয়ে গেছেন। প্রায় ১৫২ মিনিট ধরে টিকে ছিলেন বাইশ গজে।

বিশ্ব ফার্নান্দোর এক চোখ ধাঁধানো ইনসুইং বলে সমাপ্তি ঘটে জাকিরের ইনিংসের। লঙ্কান বাঁ-হাতি পেসারের বলটা ব্যাট-প্যাডের ফাঁক গোলে উপড়ে ফেলে স্ট্যাম্প। খানিকটা হতাশই সম্ভবত হয়েছিলেন জাকির। কেননা দারুণ খেলা ইনিংসটি যে অল্পতেই থেমে গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। দু’টো ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। তাইতো দ্বিতীয় টেস্টে নিজেকে প্রমাণ তার করতেই হতো। সে প্রমাণের তাগিদেই দৃঢ়তার সাথে খেলে গেছেন তিনি।

জাকির যতক্ষণ টিকে ছিলেন বাইশ গজে ততক্ষণ অবধি বাংলাদেশ যেন আশায় বাঁধছিল বুক। এই টেস্ট অন্তত নিজেদের পক্ষে নিয়ে আসার স্বপ্নই দেখছিল গোটা দল। তবে এক লহমায় বদলে যায় সবকিছু। জাকিরের বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং অর্ডার চিরায়ত তাসের ঘর।

মুহূর্তের মধ্যে ফলোওয়ান চোখের সামনে করতে থাকে নৃত্য। জাকিরের সেই দৃঢ় শুরুটাকে শেষ অবধি বাংলাদেশ আর বয়ে নিয়ে যেতে পারেনি। তাইতো জাকিরের এই ইনিংসটিও হয়ে যায় মূল্যহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link