ব্ল্যাকক্যাপ এলিট গ্রুপ

টেস্ট ক্রিকেট, ক্রিকেট নামক খেলাটার সবচেয়ে প্রাচীনতম ফরম্যাট। ক্রিকেটের যাত্রা শুরু এই ফরম্যাট দিয়েই। তাইতো এই ফরম্যাটটাকে ঘিরে খেলোয়াড়দের বাড়তি আগ্রহ থাকে। বিশ্ব সেরাদের কাতারে নিজেকে নিয়ে যাওয়ার আগ্রহ। সেরাদের সেরা হবার আগ্রহ। ইতিহাসে নিজের নামটি খোদাই করে রেখে যাওয়ার আগ্রহ।

টেস্ট ক্রিকেট, ক্রিকেট নামক খেলাটার সবচেয়ে প্রাচীনতম ফরম্যাট। ক্রিকেটের যাত্রা শুরু এই ফরম্যাট দিয়েই। তাইতো এই ফরম্যাটটাকে ঘিরে খেলোয়াড়দের বাড়তি আগ্রহ থাকে। বিশ্ব সেরাদের কাতারে নিজেকে নিয়ে যাওয়ার আগ্রহ। সেরাদের সেরা হবার আগ্রহ। ইতিহাসে নিজের নামটি খোদাই করে রেখে যাওয়ার আগ্রহ।

সেই আগ্রহ থেকেই খেলোয়াড়দের প্রচেষ্টা থাকে তাঁর ক্যারিয়ারের প্রতিটা টেস্ট ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়ে বল কিংবা ব্যাট হাতে দলের জন্যে অবদান রাখার। যেই অবদান তাঁকে জায়গা করে দিতে পারে কিংবদন্তিদের কাতারে। তাছাড়া মাইলফলক স্পর্শ করার আনন্দও তো নেহাৎ কম নয়।

এই যে নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্টের কথাই ধরুন। তিনি কি উচ্ছ্বসিত নন টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে দেখতে পেরে? অবশ্যই। কেননা দেশটির ক্রিকেট ইতিহাসে তিনি কেবল চতুর্থ বোলার যিনি কিনা নিয়েছেন ৩০০ টেস্ট উইকেট। বোল্ট ছাড়া বাকি তিনজন কে? চলুন জেনে নেই।

  • রিচার্ড হ্যাডলি

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি ছিলেন টেস্ট ক্রিকেটে সফলতম বোলার। ব্ল্যাকক্যাপসদের হয়ে সর্বপ্রথম হ্যাডলি ছুঁয়ে দেখেছিলেন ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক। দ্রুত ৩০০ উইকেটের মাইলফলক পার করা বোলারদের তালিকায় রয়েছেন চতুর্থ নম্বরে।

মাত্র ৬১ টেস্ট ম্যাচেই তিনি গড়েছিলেন এই কীর্তি। হ্যাডলি নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার আগে টেস্ট ক্রিকেটে নিয়েছিলেন ৪৩১ উইকেট। যা কিনা এখন পর্যন্ত দেশটির হয়ে ক্রিকেট খেলা বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২২.২৯ গড়ে ৮৬ টেস্ট ম্যাচ থেকে ৪০০ পার করা উইকেটের পরিসংখ্যান রয়েছে রিচার্ড হ্যাডলির।

  • ড্যানিয়েল ভেট্টোরি

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বোলার ড্যানিয়েল ভেট্টোরি। বা-হাতি এই স্পিন বোলার ছিলেন নিজের সময়ের অন্যতম সেরাদের একজন। পেস সহায়ক পিচে তাঁকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে উইকেট পেতে।

তবুও এখন দিনশেষে তার নামের পাশে রয়েছে ৩৬২টি টেস্ট উইকেট। গড়টা একটু বেশি ৩৪.৩৬। ১১৩টি টেস্ট খেলে ২০১৪ সালেই জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে বিদায়। এখন অবধি দেশটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।

  • টিম সাউদি

বর্তমান নিউজিল্যান্ড দলে অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় টিম সাউদি। এখন পর্যন্ত তিনি দলের একজন নির্ভরযোগ্য সেনানি। কালেভদ্রে তাঁকে অধিনায়কের দায়িত্ব পালন করতেও দেখা গিয়েছে।

ব্ল্যাকক্যাপসদের বোলিং আক্রমণকে সমৃদ্ধ করছেন তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে। সাউদি তৃতীয় বোলার হিসেবে পার করেছেন ৩০০ উইকেটের মাইলফলক। এজন্য তাঁর খেলতে হয়েছে ৭৬টি টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হওয়া তৃতীয় বোলার টিম সাউদি।

  • ট্রেন্ট বোল্ট

সদ্যই ৩০০ উইকেটের এলিট ক্লাবে পা রাখলেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশর বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফাইফার নিয়ে বোল্ট পার করেন ৩০০ উইকেটের মাইলফলক। দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে তিনি তুলে নিয়েছেন ৩০০টি টেস্ট উইকেট।

নিজের সুইং ও বিধ্বংসী গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে কাবু করতে দারুণ পটু বোল্ট। ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন মোট ৭৫টি টেস্ট ম্যাচ। নিশ্চয়ই তিনি এখানে থেমে যেতে চাইবেন না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...